বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

লখনউয়ের কেন্দ্রীয় ঔষধ গবেষণা কেন্দ্র,সিডিআরআই- উত্তরপ্রদেশে একটি ফার্মা ক্লাস্টার গঠনের উদ্যোগ নিয়েছে, সে রাজ্যের একটি সংস্থার সাথে নতুন ওষুধ তৈরিতেও চুক্তিবদ্ধ হয়েছে

Posted On: 11 JUN 2021 7:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ জুন, ২০২১

লখনউয়ের কেন্দ্রীয় ঔষধ গবেষণা কেন্দ্র উত্তরপ্রদেশে একটি ফার্মা ক্লাস্টার গঠনের উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে তারা সে রাজ্যের বেসরকারি সংস্থা মার্ক ল্যাবরেটরিজ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। দেশের আরও ১৩ টি রাজ্যে এই সংস্থাটির ক্রিয়া-কলাপ রয়েছে। লখনউয়ের কেন্দ্রীয় ঔষধ গবেষণা কেন্দ্র এবং বেসরকারি এই সংস্থাটি যৌথভাবে একটি ওষুধ উৎপাদন করবে যেটি হৃদযন্ত্র এবং মস্তিষ্কের ত্রুটির চিকিৎসায় ব্যবহার করা যাবে।
ইতিমধ্যেই ওষুধটি নিয়ে প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়ার জন্য সংস্থাটি প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে।
হৃদযন্ত্র অথবা মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থ্রম্বোসিস পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অথবা রক্তনালিতে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে অ্যাথেরোস্ক্লেরোসিস হলে রোগীর হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের সম্ভাবনা থাকে। রক্তনালিতে যাতে রক্ত জমাট না বাঁধে এবং রক্তের প্রবাহ সঠিক রাখতে নতুন এই ওষুধটি যথেষ্ট কাজে আসবে বলে মনে করা হচ্ছে।
এই ওষুধটির প্রোফাইল্যাকটিক ব্যবহার করোনার চিকিৎসা ক্ষেত্রে কার্যকরী হবে।
লখনউয়ের কেন্দ্রীয় ঔষধ গবেষণা কেন্দ্রের অধিকর্তা অধ্যাপক তাপস কুমার কুন্ডু জানিয়েছেন, বিজ্ঞান ও শিল্প গবেষণা পর্ষদ, সিএসআইআর- কেন্দ্রীয় ঔষধ গবেষণা কেন্দ্র, দেশের একটি প্রাচীন ওষুধ গবেষণা কেন্দ্র। ওষুধ প্রস্তুতকারী সংস্থা সঙ্গে তাদের চুক্তি সম্পাদনের ফলে উত্তরপ্রদেশে ফার্মা ক্লাস্টার গঠনের ক্ষেত্রে ব্যাপক সহায়ক হবে। একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এজন্য তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন, কেন্দ্রীয় বিজ্ঞান ও শিল্প গবেষণা পর্ষদ, সিএসআইআর- এর মহানির্দেশক শেখর সি মান্ডে এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করেন।

CG/ SB

 


(Release ID: 1726322) Visitor Counter : 222


Read this release in: English