স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত সর্বশেষ তথ্য

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২৫ কোটি ৬০ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে টিকাকরণের জন্য ১ কোটি ১৭ লক্ষেরও বেশি ডোজ রয়েছে

Posted On: 11 JUN 2021 2:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জুন, ২০২১

দেশব্যাপী টিকাকরণ অভিযানের অঙ্গ হিসাবে ভারত সরকার বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাহায্য দিয়ে আসছে। এছাড়াও, কেন্দ্রীয় সরকার টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে সরাসরি টিকা সংগ্রহের জন্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সুবিধা দিয়ে আসছে। মহামারী মোকাবিলায় টিকাকরণ কেন্দ্রীয় সরকারের রণকৌশলের এক গুরুত্বপূর্ণ অঙ্গ।
সম্প্রসারিত কোভিড-১৯ টিকাকরণের তৃতীয় পর্যায় গত পয়লা মে থেকে শুরু হয়েছে। টিকাকরণের পর্যয়ে ভারত সরকারের টিকা সংগ্রহে সেন্ট্রাল ড্রাগস্‌ ল্যাবরেটরি ছাড়পত্র দিয়ে থাকে। সরকারের সংগৃহীত টিকার এই ডোজ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। ভারত সরকার এখনও পর্যন্ত বিনামূল্যে এবং উৎপাদক সংস্থাগুলি থেকে সরাসরি ক্রয় সহ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২৫ কোটি ৬০ লক্ষ ৮ হাজার ৮০টি টিকার ডোজ সরবরাহ করেছে। সরবরাহকৃত টিকার এই ডোজের মধ্যে অপচয় হওয়া ডোজ সহ ২৪ কোটি ৪৪ লক্ষ ৬ হাজার ৯৬টি ডোজ ব্যবহার করা হয়েছে।
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে টিকাকরণের জন্য ১ কোটি ১৭ লক্ষ ৫৬ হাজার ৯১১টি টিকার ডোজ হাতে রয়েছে। এমনকি, আগামী তিন দিনের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৩৮ লক্ষ ২১ হাজার ১৭০টি টিকার ডোজ সরবরাহ করা হবে।

CG/BD/SB



(Release ID: 1726215) Visitor Counter : 147


Read this release in: English