প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় মিলিটারি অ্যাকাডেমিতে ভূটানের জেন্টেলম্যান ক্যাডেটকে মর্যাদাপূর্ণ মোটিভেশনাল ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়েছে
Posted On:
10 JUN 2021 7:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুন, ২০২১
দেরাদুনে ভারতীয় মিলিটারি অ্যাকাডেমিতে বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে ভূটান থেকে ফরেন জেন্টেলম্যান ক্যাডেট জুনিয়র আন্ডার অফিসার কিনলে নরবু-কে প্রশিক্ষণ চলাকালীন তাঁর অসামান্য নৈপুণ্যের জন্য মর্যাদাপূর্ণ মোটিভেশনাল ট্রফি দিয়ে সম্মানিত করা হয়েছে। জুনিয়র আন্ডার অফিসার কিনলে নরবু প্রশিক্ষণ চলাকালীন শারীরিক কসরত, ড্রিল মহড়ায় অসামান্য নৈপুণ্য পেশ করেন। বিদেশের যে সমস্ত জেন্টেলম্যান ক্যাডেট সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাদের মধ্যে জুনিয়র আন্ডার অফিসার কিনলে নরবু সেরা হয়েছেন। জুনিয়র আন্ডার অফিসার কিনলে নরবু রয়্যাল ভূটান সেনাবাহিনীতে যোগ দিতে চলেছেন। কিনলে নরবু ৮৪ জন ফরেন জেন্টেলম্যান ক্যাডেটদের একজন। উল্লেখ করা যেতে পারে, ভারতীয় মিলিটারি অ্যাকাডেমিতে বন্ধু-মনোভাবাপন্ন ৯টি দেশ থেকে ৮৪ জন ক্যাডেট প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছিলেন।
ফরেন জেন্টেলম্যান ক্যাডেটদের মধ্যে আফগানিস্থানের ক্যাডেট হাসানুল্লাহ সাদতকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তিনি সার্ভিস সাবজেক্ট, আইটডোর এক্সারসাইজ এবং বুক রিভিউয়ের ক্ষেত্রে সেরা মনোনিত হয়েছেন।
ভারতীয় মিলিটারি অ্যাকাডেমি তার প্রশিক্ষণ গুণমানের জন্য সারা বিশ্ব থেকে প্রশংসা পেয়েছে। এই অ্যাকাডেমির প্রতি চারজন জেন্টেলম্যান ক্যাডেটদের একজন বিদেশ থেকে আসা ক্যাডেট।
CG/BD/AS
(Release ID: 1726039)
Visitor Counter : 177