সংখ্যালঘুবিষয়কমন্ত্রক

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুখতার আব্বাস নাকভি হজের প্রস্তুতি ও টিকাকরণ পরিস্থিতি পর্যালোচনা করেছেন

प्रविष्टि तिथि: 10 JUN 2021 7:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ জুন, ২০২১

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুখতার আব্বাস নাকভি আজ মুম্বাইয়ের হজ হাউসে ২০২১-এর হজ যাত্রার প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা বৈঠক করেন। তিনি বলেন, 'আমাদের প্রস্তুতি সত্বেও ভারত সৌদি আরব সরকারের সিদ্ধান্ত অনুসরণ করবে'। কিছু দেশ এবার হজে তাদের নাগরিকদের পাঠাতে পারবেন না। অন্যদিকে, ভারত সৌদি আরব সরকারের সঙ্গে পাশে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে ভারত থেকে হজ যাত্রা হবে। 'আমরা সর্বদাই হজ যাত্রীদের স্বাস্থ্য ও কল্যাণের বিষয়ে অগ্রাধিকার দিয়েছি এবং মানবতার বিষয়টি প্রাধান্য পেয়েছে', বলে শ্রী নাকভি অভিমত প্রকাশ করেন।
পর্যালোচনা বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে শ্রী নাকভি জানান, দেশে চলতি টিকাকরণ অভিযান সম্পর্কে বিভ্রান্তি ও উদ্বেগ নিঃরসনে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযান চালানো হবে। এই অভিযানে রাজ্য হজ কমিটি, ওয়াকফ্ পর্ষদ, তাদের সহযোগী সংস্থা, কেন্দ্রীয় ওয়াকফ্ পর্ষদ, মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন সহ অন্যান্য সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সামিল করা হবে।
শ্রী নাকভি জানান, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও অভিযানে সামিল করা হবে। এই অভিযানের নামকরণ হবে 'জান হ্যায় তো জাঁহা হ্যায়'। করোনা মহামারী মোকাবিলায় টিকাকরণে সাধারণ মানুষকে উৎসাহিত করতে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে লাগানো হবে।
টিকাকরণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী নাকভি আশ্বস্ত করে বলেন, একটি রাজ্যই হোক বা অন্য কোথাও, সরকার সর্বদাই মানুষের পাশে রয়েছে। 'তাই আমাদের জাতীয় কর্তব্য হল যাবতীয় ভীতি ও উদ্বেগ দূর করে অন্যদের টিকাকরণে উৎসাহিত করা।' শ্রী নাকভি জোর দিয়ে বলেন, টিকা ও অন্যান্য অত্যাবশ্যক সামগ্রীর কোন ঘাটতি হবে না। ইতিমধ্যে সারা দেশে ২৪ কোটি ৩০ লক্ষের বেশি মানুষের টিকাকরণ হয়েছে। এমনকি, চিকিৎসার জন্য আপৎকালীন অক্সিজেন সরবরাহ, ভেন্টিলেটর ও অন্যান্য জরুরী উপকরণের যোগান বাড়ানো হয়েছে।
এবারের হজে ভারতের প্রস্তুতি সম্পর্কে শ্রী নাকভি জানান, ইতিমধ্যেই ভারতীয় হজ কমিটির নির্দেশে টিকাকরণের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। এমনকি, সৌদি আরব সরকারের স্বাস্থ্য দপ্তরের পাঠানো নীতি-নির্দেশিকাগুলি নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, প্রতি বছর পবিত্র মক্কা শহরে ২৫ লক্ষ পুণ্যার্থী হজে সামিল হন। গতবছর কোভিড-১৯ মহামারীর দরুণ সৌদি আরব সরকার সিদ্ধান্ত নেয়, অন্য দেশ থেকে আসা হজ পুণ্যার্থীদের সংখ্যা সীমিত রাখা হবে।
আজকের পর্যালোচনা বৈঠকে সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডঃ আশফ সৈইদ, জেড্ডায় ভারতের বাণিজ্যদূত শ্রী সৈইদ আলম সহ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন।

CG/BD/AS


(रिलीज़ आईडी: 1726036) आगंतुक पटल : 290
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English