আদিবাসীবিষয়কমন্ত্রক

সরকারি প্রকল্পগুলির মাধ্যমে আদিবাসী মানুষের ব্যাপক অন্তর্ভুক্তকরণে প্রচার

Posted On: 10 JUN 2021 6:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২১

কোভিড-১৯ জনিত চ্যালেঞ্জপূর্ণ সময়ে সারা দেশে আদিবাসী মানুষের স্বাস্থ্য নিরাপত্তা সহ জীবন-জীবিকা সচল রাখা ট্রাইফেড – এর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে এসেছে। আদিবাসী শ্রেণীর মানুষের কল্যাণ ও স্বচ্ছল জীবনযাপনে সক্রিয়ভাবে যুক্ত নোডাল এজেন্সি ট্রাইফেড নিরন্তর কাজ করে চলেছে। আদিবাসী মানুষের স্বাস্থ্য নিরাপত্তা ও স্বচ্ছলভাবে জীবনযাপনের বিষয়টিকে বিবেচনায় রেখে ট্রাইফেড আদিবাসী মানুষের ক্ষমতায়নে একগুচ্ছ কর্মসূচি রূপায়ণ করে আসছে। এই লক্ষ্যে বুধবার ট্রাইফেডের পক্ষ থেকে আদিবাসী মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কে আরও সচেতন করে তুলতে এবং এই প্রকল্পগুলির রূপায়ণ ত্বরান্বিত করতে সাংসদদের জন্য একটি ওয়েবিনার আয়োজন করা হয়। এ ধরনের ওয়েবিনার আয়োজনের উদ্দেশ্য হ’ল আদিবাসী মানুষের সরকারি প্রকল্পগুলিতে ব্যাপক অন্তর্ভুক্তি এবং সময়সীমার মধ্যে ধার্য লক্ষ্য পূরণ করা। কেন্দ্রীয় ইস্পাত প্রতিমন্ত্রী শ্রী ফগ্‌গন সিং, প্রাক্তন আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী জুয়েল ওরাঁও সহ বিশ্বেশ্বর টুডু, ডঃ লেরহোফোজ সহ ৩০ জনেরও বেশি আদিবাসী সাংসদ এই ওয়েবিনারে যোগ দেন।
এই ওয়েবিনারে গৌণ বনজ সামগ্রীর ন্যূনতম সহায়ক মূল্য ও বন ধন বিকাশ যোজনা সম্পর্কে বিশদ বিবরণ পেশ করা হয়। এছাড়াও, গত কয়েক বছরে গৌণ বনজ সামগ্রীর বিপণনের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থায় যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সম্পর্কেও আলোচনা করা হয়। বক্তারা জানান, এই কর্মসূচিগুলি আদিবাসী অর্থনীতিতে কোটি কোটি টাকার আর্থিক সংস্থান করেছে।
বর্তমান মহামারীর সময়, বিশেষ করে এই কর্মসূচিগুলি সমাজের এই প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। গত প্রায় দেড় বছরে বন ধন বিকাশ যোজনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। উত্তর-পূর্ব ভারতে বন ধন বিকাশ যোজনায় ৮০ শতাংশ পর্যন্ত অগ্রগতি হয়েছে। এমনকি, মহারাষ্ট্র, তামিলনাডু ও অন্ধ্রপ্রদেশ থেকেও ইতিবাচক পরিণাম মিলেছে। এই যোজনার আওতায় ৫০০টি ভিন্ন ধরনের সামগ্রীর মূল্য সংযুক্তকরণ হয়েছে এবং সেগুলি বিপণনের বন্দোবস্ত করা হয়েছে। এই সমস্ত সামগ্রীর মধ্যে রয়েছে – আমলা, আনারস, আদা, ফলের রস থেকে প্রস্তুত জ্যাম, জুস ও সস, আচার প্রভৃতি। এছাড়াও, আদিবাসী ক্লাস্টারগুলির উৎপাদিত ভিন্ন ভিন্ন ধরনের ২৫ হাজারেরও বেশি তাঁতবস্ত্র ও অন্যান্য হস্ত নির্মিত সামগ্রী বন ধন বিকাশ যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সারা দেশে ১৩৭টি আদিবাসী বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এবং tribesindia.com ওয়েবসাইটে বিপণনের ব্যবস্থা করা হয়েছে।
ট্রাইফেডের ম্যানেজিং ডায়রেক্টর শ্রী প্রবীর কৃষ্ণ আদিবাসীদের উৎপাদিত সামগ্রী ক্রয় ও তার ব্যবহার বৃদ্ধির পক্ষে জোরালো সওয়াল করেন। প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ – এর মন্ত্র অনুসরণ করে সারা দেশে ৫০ হাজার বন ধন বিকাশ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।
 
CG/BD/SB


(Release ID: 1726022) Visitor Counter : 195


Read this release in: English