প্রধানমন্ত্রীরদপ্তর
ডিংকো সিং-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন
Posted On:
10 JUN 2021 1:47PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুন, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুষ্টিযোদ্ধা ডিংকো সিং-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“ডিংকো সিং ছিলেন একজন অসাধারণ ক্রীড়া ব্যক্তিত্ব, এক অসামান্য মুষ্টিযোদ্ধা, যিনি বেশ খ্যাতি লাভ করেছিলেন এবং মুষ্টিযুদ্ধ-র জনপ্রিয়তাকে বাড়িয়ে তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।”
CG/SS/SKD
(Release ID: 1725902)
Visitor Counter : 193