পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

শ্রী ধর্মেন্দ্র প্রধান ২০১টি সিএনজি প্ল্যান্ট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন এবং ঝাঁসিতে পিএনজি সরবরাহের সূচনা করেছেন

Posted On: 08 JUN 2021 9:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ জুন, ২০২১

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতি গ্যাস এবং ইস্পাত মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ জিএআইএল(গেল) গোষ্ঠীর ২০১টি সিএনজি স্টেশন জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন । একইসঙ্গে তিনি ঝাঁসিতে পিএনজি সরবরাহ এবং রায়গড়ে গাড়ির জ্বালানি পূরণের জন্য ভ্রাম্যমান জ্বালানি ইউনিটের উদ্বোধন করেছেন ।
অনুষ্ঠানে ভাষণে শ্রী প্রধান বলেন, এপর্যন্ত মেট্রো শহরগুলিতে সিএনজি স্টেশন এবং পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা ছিল । সরকার এই ব্যবস্থাপনাগুলিকে সারা দেশের শহর ও শহরতলিতে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়েছে । তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জলবায়ু পরিবর্তন রোধে প্রতিশ্রুতিবদ্ধ । তিনি বিশ্বকে নেতৃত্বে দিয়েছেন বলেও জানান শ্রী প্রধান । কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, খুচরো জ্বালানি বিক্রয় কেন্দ্রে পরিবর্তন নিয়ে আসা হয়েছে । নাগরিকদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, সেকথাও তুলে ধরেন তিনি । পাশাপাশি ভবিষ্যতের দিকে তাকিয়ে যানবাহনের জ্বালানি পূরণের জন্য ভ্রাম্যমান জ্বালানি কেন্দ্রের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি । শ্রী প্রধান বলেন, স্বচ্ছ ও সবুজ জ্বালানির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একাধিক প্রয়াস গ্রহণ করেছে । ২০২৫ সালের মধ্যে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য নেওয়া হয়েছে । বিকল্প পরিবহণ জ্বালানির বিষয়ে চিন্তাভাবনার পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারিচালিত যানবাহনের ক্ষেত্রে সরকার গুরুত্ব দিয়েছে বলেও তিনি জানান ।

CG/SS/RAB



(Release ID: 1725453) Visitor Counter : 197


Read this release in: English