অর্থমন্ত্রক

চলতি বছরের মে মাসে পণ্য পরিষেবা কর সংগ্রহ

Posted On: 05 JUN 2021 7:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ জুন, ২০২১

চলতি বছরের মে মাসে ১ লক্ষ ২ হাজার ৭০৯ কোটি টাকা পণ্য পরিষেবা কর সংগ্রহ হয়েছে। এর মধ্যে রাজ্য পণ্য ও পরিষেবা কর ২২ হাজার ৬৫৩ কোটি টাকা, কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর ১৭ হাজার ৫৯২ কোটি টাকা, সুসংহত পণ্য ও পরিষেবা কর ৫৩ হাজার ১৯৯ কোটি টাকা (পণ্য আমদানির ওপর সংগৃহীত আয় ২৬ হজার ২ কোটি টাকা সহ) এবং সেস বাবদ ৯ হাজার ২৬৫ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৮৬৮ কোটি টাকা) আয় হয়েছে। চৌঠা জুন পর্যন্ত দেশের অভ্যন্তরে লেনদেন থেকে পণ্য পরিষেবা কর সংগ্রহের পরিমাণ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কোভিড-১৯ অতিমারির দ্বিতীয় ঢেউ-এর জেরে মে মাসে রিটার্ন দাখিলের সময়সীমায় ১৫ দিনের জন্য ছাড় দেওয়া হয়। এতে কর দাতাদের বিশেষ সুবিধা হয়েছে।
মে মাসে সরকার নিয়ম মাফিক সমঝোতা হিসেবে সুসংহত পণ্য ও পরিষেবা কর থেকে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর-তে ১৫ হাজার ১৪ কোটি টাকা এবং রাজ্য পণ্য পরিষেবা করে-তে ১১ হাজার ৬৫৩ কোটি টাকা মিটিয়েছে।
চলতি বছরের মে মাসে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ গত বছরের মে মাসের তুলনায় ৬৫ শতাংশ বেশি হয়েছে। মে মাসে পণ্য আমদানি থেকে আয় ৫৬ শতাংশ বেশি এবং অভ্যন্তরীণ লেনদেন থেকে আয় (পরিষেবা আমদানি সহ) গত বছরের এই একই মাসের তুলনায় ৬৯ শতাংশ বেশি হয়েছে।
এই নিয়ে টানা ৮ মাস পণ্য ও পরিষেবা কর সংগ্রহ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। অতিমারির কারণে বেশিরভাগ রাজ্যে কঠোরভাবে লকডাউন থাকা সত্ত্বেও এই পরিমাণ পণ্য ও পরিষেবা কর সংগ্রহ সম্ভবপর হয়েছে। এছাড়াও ৫ কোটি টাকার বেশি লেনদেনকারী কর দাতাদের রিটার্ন জমা দেওয়ার তারিখ ২০ মে থেকে বাড়িয়ে চৌঠা জুন করা হয়েছে। ৫ কোটি টাকার নীচে লেনদেনকারী ছোট কর দাতাদের জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে নির্ধারিত সময়ে লেট ফি ও সুদ ছাড়াই রিটার্ন জমা দিতে বলা হয়েছে। অতএব, এর ফলে মে মাসে প্রকৃত কর আদায় আরও বশি হবে এবং সমস্ত বর্ধিত তারিখ শেষের পরে প্রকৃত পণ্য ও পরিষেবা কর আদায়ের পরিমাণ জানা যাবে।

CG/SS/SKD


(Release ID: 1724780) Visitor Counter : 208


Read this release in: English