জাহাজচলাচলমন্ত্রক
সমুদ্র যাত্রীদের জন্য টিকাকরণের বিষয়ে সরকারের অগ্রাধিকার
যেসব রাজ্য টিকাকরণের প্রক্রিয়ায় সমুদ্রযাত্রীদের অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনসুখ মান্ডোভিয়া তাদের ধন্যবাদ জানিয়েছেন
Posted On:
05 JUN 2021 7:34PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ জুন, ২০২১
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং সার ও রসায়ন প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মান্ডোভিয়া সমুদ্রযাত্রীদের টিকাকরণের বিষয়টি পর্যালোচনা করেছেন । তিনি বলেছেন, সমুদ্রযাত্রার সঙ্গে যুক্ত শিল্পে যাতে টিকাকরণ না হওয়ার কারণে ব্যাহত না হয় তার জন্য গুরুত্ব দিতে হবে । জাহাজ শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যখন তাদের কাজে যাবেন তাদের সমুদ্রযাত্রার প্রাক্কালে টিকা দেওয়ার বিষয়টি যাতে নিশ্চিত হয়, সেদিকে নজর রাখতে হবে ।
আন্তর্জাতিক জাহাজ শিল্পে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । কাজের প্রকৃতি অনুযায়ী অনেকে সমুদ্রযাত্রীদের টিকাকরণের অগ্রাধিকারের তালিকায় রাখার দাবি জানিয়ে আসছিলেন । বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক কোভিড টিকা যাতে সমুদ্র যাত্রীরা পান তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় বজায় রেখে চলেছে ।
মন্ত্রকের তৎপরতার কারণে মুম্বাই পোর্ট ট্রাস্ট, কোচিন পোর্ট ট্রাস্ট, চেন্নাই পোর্ট ট্রাস্ট, বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্ট, কলকাতা পোর্ট ট্রাস্ক, তুতিকোরিন পোর্ট ট্রাস্ট তাদের হাসপাতালে সমুদ্র যাত্রীদের জন্য টিকাকরণ প্রক্রিয়া শুরু করেছে । এছাড়াও কেরালায় একটি বেসরকারি হাসপাতালেও সমুদ্রযাত্রীদের টিকাকরণ শুরু হয়েছে ।
এমএএসএসএ, এফওএফএমএ এবং এনইউএসআই-এর মতো জাহাজ শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের সংগঠনগুলিও সফলভাবে টিকাকরণ প্রক্রিয়া শুরু করেছে । এছাড়াও মন্ত্রক রাজ্যগুলির কাছে সমুদ্র যাত্রীদের জন্য টিকাকরণ প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে পরামর্শ দিয়েছে । কেরালা, তামিলনাড়ু এবং গোয়া ইতিমধ্যেই সমুদ্রযাত্রীদের টিকাকরণের তালিকায় অগ্রাধিকার দিয়েছে ।
CG/CB/RAB
(Release ID: 1724774)
Visitor Counter : 189