প্রতিরক্ষামন্ত্রক

বিশ্ব পরিবেশ দিবস ২০২১

Posted On: 05 JUN 2021 6:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ জুন, ২০২১

ভারতীয় নৌবাহিনী পরিবেশ সুরক্ষায় এবং সবুজায়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। সমুদ্রের অভিভাবক হিসেবে নৌবাহিনীর বহু জাহাজ, ডুবো জাহাজ এবং বিমান বাহিনী কাজ করে চলেছে। ভারতীয় নৌবাহিনী পরিবেশ সুরক্ষায় পথ নির্দেশিকার লক্ষ্যে ‘সবুজ পদক্ষেপের সঙ্গে নীল জল অভিযান’ গ্রহণ করেছে।
কোভিড বিধি ও সামাজিক দূরত্ব মেনে ভারতীয় নৌবাহিনী যথাযথভাবে এবছরের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে। ৩০ হাজার চারা গাছ রোপন করা হয়েছে। এবছরের বিশ্ব পরিবেশ দিবসের বিষয় ভাবনা হলো বাস্তু তন্ত্রের পুনরুদ্ধার। এই বিষয় ভাবনাকে সামনে রেখে নৌ বাহিনী উপকূল অঞ্চলে চারাগাছ রোপন, ম্যানগ্রোভ পুনরুদ্ধার সহ একাধিক ক্ষেত্রে জোর দিয়েছে। এছাড়াও ভারতীয় নৌ বাহিনী বিভিন্ন সময়ে স্বচ্ছতা অভিযানেও সামিল হয়েছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাসে বিশেষ জোর দিয়েছে তারা। নৌ বন্দরে তেল ছড়িয়ে পড়া রুখতে পরিবেশ বান্ধব সামদ্রিক জৈব প্রতিকারমূলক ব্যবস্থাপনা গ্রহণে এগিয়ে এসেছে। বিশ্ব উষ্ণায়ন হ্রাসে সামিল হয়েছে ভারতীয় নৌবাহিনী।

CG/SS/SKD


(Release ID: 1724741)
Read this release in: English