শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী সন্তোষ গাঙ্গয়ার,আইএলসির ১০৯ তম অধিবেশনে, কোভিড-19 অতিমারী প্রতিরোধে সম্ভাব্য সব ধরনের লড়াইয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় তুলে ধরেছেন

Posted On: 05 JUN 2021 4:27PM by PIB Kolkata

নতুন দিল্লী,৫ ই জুন ২০২১

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী সন্তোষ গাঙ্গয়ার,আইএলসির ১০৯ তম অধিবেশনে, কোভিড-19 অতিমারী প্রতিরোধে সম্ভাব্য সব ধরনের লড়াইয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় তুলে ধরেছেন। গতকাল সন্ধ্যায় নির্জোট আন্দোলনের শ্রমমন্ত্রীদের ১০৯ তম অধিবেশনে, ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিতে গিয়ে শ্রী গাঙ্গয়ার বলেন,সারা বিশ্বে এই অতিমারীর দরুন বহু মানুষ জীবন,জীবিকা হারিয়েছেন।অর্থনৈতিক গতি শ্লথ হয়েছে।এই অতিমারীর প্রকোপ সমাজের এক বড় অংশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে বিশেষত দুর্বল শ্রেনীর মানুষ বিপদের মুখে পড়েছেন। তিনি বলেন,এই সময় সবথেকে জরুরী বিষয় হলো স্বাস্থ্য ক্ষেত্রকে উন্নত করার বিষয়টি নিশ্চিত করা,সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।সরকার এই অতিমারী মোকাবিলায় নীতিগতভাবে বানিজ্যক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে,আয়ের নিশ্চয়তা করতে এবং সবের ওপরে সকলের মঙ্গল সাধনে সচেষ্ট বলে তিনি জানান।
মন্ত্রী বলেন,ভারত টিকাকরণের ওপর সবথেকে বেশি জোর দিয়েছে। ইতিমধ্যেই দেশে ২২ কোটি ৩০ লক্ষেরও বেশি টিকা প্রদান করা হয়েছে। তিনি জানান, দেশের মানুষের জীবন ও জীবিকা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে এই নতুন দৃষ্টিভঙ্গি আরও বেশিকরে প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই সঙ্কটের মোকাবিলায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেশি সুযোগ সৃষ্টি করবে।
শ্রী গাঙ্গয়ার জানান, ভারত সরকার এই সঙ্কটকালে কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দিয়েছে।এর জন্য একাধিক প্রকল্প ও কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দেওয়া হয়েছে অর্থনৈতিক সহায়তা।ভারত সরকার আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে অর্থনীতিকে চাঙ্গা করতে এবং স্বনির্ভরতার লক্ষ্যে ২৭ হাজার বিলিয়ান টাকা মঞ্জুর করেছে। কর্মচারী ভবিষ্যনিধি(ইপিএফ) এ মজুরির ২৪ শতাংশ  সরকার দিয়ে দিচ্ছে। এছাড়াও মুদ্রা যোজনার অধীনে ৭০ শতাংশ মহিলাদের একাউন্টে গত তিন বছরে ৯ হাজার বিলিয়ান টাকা কোলাটেরাল মুক্ত ঋণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান গ্রামীন ভারতে এম জি এনএআরইজিএ প্রকল্পের অধীনে দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে।এর দরুন গত আর্থিক বছরে ৩ দশমিক ৯ বিলিয়ন নতুন কর্মদিবস সৃষ্টি সম্ভব হয়েছে।

CG/PPM

 



(Release ID: 1724698) Visitor Counter : 158


Read this release in: English