প্রতিরক্ষামন্ত্রক

রিয়ার অ্যাডমিরাল কপিল মোহন ধীর যুগ্ম সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন ( নেভি ও ডিফেন্স স্টাফ)

Posted On: 04 JUN 2021 3:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ জুন, ২০২১

রিয়ার অ্যাডমিরাল কপিল মোহন ধীর সামরিক বিষয়ক বিভাগের যুগ্ম সচিব (নৌ ও প্রতিরক্ষা কর্মচারী) হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন। তিনি  সশস্ত্র বাহিনীর প্রথম আধিকারিক যিনি এই পদে নিয়োগ হয়েছেন। রিয়ার অ্যাডমিরাল ধীর পুনের জাতীয় ডিফেন্স একাডেমীর প্রাক্তনী। ১৯৮৫ সালের ১ জানুয়ারি নৌবাহিনীতে নিযুক্ত হন।
তিনি একজন বরিষ্ঠ আধিকারিক যিনি মেরিন কমান্ডো ( মার্কোস) হিসাবে কাজ করেছেন। আইএনএস অভিমন্যু, ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস খঞ্জর এবং আইএনএস রানা-র সঙ্গেও যুক্ত ছিলেন। দেশের অভ্যন্তরে ছাড়াও দেশের বাইরে ও শান্তিরক্ষা মিশনে তিনি সামনের সারিতে থেকে 'ওপ পবন' এবং 'ওপ জুপিটার' সহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌ অপারেশনে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ইস্টার্ন ফ্লিটের অপারেশন অফিসার এবং ইন্ডিয়ান নাভাল ওয়ার্ক কাপ টিমের কমোডর ইনচার্জ ছিলেন।
নৌবাহিনীর এই আধিকারিকের প্রভূত অভিজ্ঞতা রয়েছে। নৌবাহিনীর সদর দপ্তর ছাড়াও ইন্ট্রিগেটেড ডিফেন্স স্টাফ-এও তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ভারত সরকারের 'ইজ অফ ডুইং বিজনেস' এবং 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচী রূপায়ণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং নতুন দিল্লির জাতীয় ডিফেন্স কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন।
রিয়ার অ্যাডমিরাল কপিল মোহন ধীর 'বিশিষ্ট সেবা পদক' এবং 'অতি বিশিষ্ট সেবা পদক'- এ ভূষিত হয়েছেন।

CG/SB

 



(Release ID: 1724408) Visitor Counter : 170


Read this release in: English