আয়ুষ

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ঐতিহ্যবাহী ঔষধি পণ্যের গুণগত মান নির্ধারণ নিয়ন্ত্রণে সমন্বয় বজায় রাখতে ওয়েবিনার আয়োজন করা হয়েছে

Posted On: 04 JUN 2021 2:34PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৪ জুন, ২০২১

আয়ুষ মন্ত্রক ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ঐতিহ্যবাহী ঔষধি পণ্যের গুণগত মান নির্ধারণ নিয়ন্ত্রণে সমন্বয় বজায় রাখতে একটি ওয়েবিনারের আয়োজন করেছে। এই ওয়েবিনারে ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া এবং ব্রাজিলের ঐতিহ্যবাহী ওষুধের ক্ষেত্রে যুক্ত বিশিষ্ট বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সংস্থা উপস্থিত ছিল। উল্লেখ্য, চলতি বছরে ভারত ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে সভাপতিত্বের দায়িত্বে রয়েছে। এরই অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক এধরণের একটি ওয়বিনারের আয়োজনের প্রস্তাব দেয়। সেই অনুযায়ী গত ২৪-২৬ ফেব্রুয়ারি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে এধরণের বৈঠক প্রথম অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি ২৫ মার্চ আয়ুষ মন্ত্রক ঐতিহ্যবাহী ওষুধের ক্ষেত্রে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিশেষজ্ঞদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠকে আয়োজন করে।
আয়ুষ মন্ত্রকের আয়ুষ বিষয়ক উপদেষ্টা ডাঃ মনোজ নিসারী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডাঃ নিসারী ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করে তোলার লক্ষ্যে ঐতিহ্যবাহী ওষুধের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ঐতিহ্যবাহী ঔষধি পণ্যের গুণগত মান নির্ধারণ নিয়ন্ত্রণে সমন্বয় বজায় রাখার ওপর জোর দেন। আয়ুষ ওষুধের মাধ্যমে কোভিড সংক্রমণ প্রশমনে ভারতের গৃহীত পদক্ষেপগুলির কথাও তুলে ধরেন তিনি।
ওয়েবিনারের প্রথমার্ধে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী ওষুধের নিয়ন্ত্রণ, পরিষেবার মান ইত্যাদি বিষয় উপস্থাপন করেন। ওয়েবিনারের দ্বিতীয়ার্ধে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিতে ঐতিহ্যবহী ওষুধের ক্ষেত্রে শিল্প সংস্থার অংশীদারিত্বের বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির ঐতিহ্যবাহী ওষুধ ক্ষেত্রে যুক্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সংস্থা বিশ্বব্যাপী এই ধরণের ওষুধের প্রচারের জন্য ভারতের প্রচেষ্টা ও পদক্ষেপের প্রশংসা ব্যক্ত করে। পাশাপাশি ভারতকে তারা সহযোগিতা ও সহায়তার প্রতিশ্রুতিও দেয়।

CG/SS/SKD



(Release ID: 1724377) Visitor Counter : 121


Read this release in: English