শিল্পওবাণিজ্যমন্ত্রক
শিল্পোদ্যোগ এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগের অনুমোদনপ্রাপ্ত শিল্পোদ্যোগের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে
মাত্র ১৮০ দিনে শিল্পোদ্যোগের সংখ্যা ১০ হাজার বেড়েছে
অনুমোদনপ্রাপ্ত শিল্পোদ্যোগের মাধ্যমে ২০২০-২১ বছরে ১.৭ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে
प्रविष्टि तिथि:
03 JUN 2021 6:34PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ জুন, ২০২১
কেন্দ্রীয় সরকারের 'শিল্পোদ্যোগ ভারত'- এই ফ্ল্যাগশিপ কর্মসূচি ২০১৬ সালের ১৬ জানুয়ারি
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন।
দেশে শিল্পোন্নত পরিবেশ সৃষ্টি করতে এই ধরনের কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।শিল্পোদ্যোগ এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ, ডিপিআইআইটি- এই শিল্পোদ্যোগের ক্ষেত্রে নোডাল হিসেবে কাজ করছে। চলতি বছরের ৩ জুন পর্যন্ত এই বিভাগের অধীনে ৫০ হাজার শিল্পোদ্যোগ অনুমোদন পেয়েছে। যার মধ্যে ২০২০ সালের ১ এপ্রিল পর্যন্ত অনুমোদনপ্রাপ্ত শিল্পোদ্যোগের সংখ্যা ছিল ১৯ হাজার ৮৯৬।
বর্তমানে দেশে শিল্পোদ্যোগের সংখ্যা ৬২৩ টি জেলায় প্রসারিত হয়েছে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তত একটি করে শিল্পোদ্যোগ রয়েছে। শিল্পোদ্যোগকে সমর্থন করে অন্তত ৩০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নির্দিষ্ট শিল্পোদ্যোগ নীতির কথা ঘোষণা করেছে। এরমধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, উত্তর প্রদেশ এবং গুজরাটে সবচেয়ে বেশি সংখ্যক শিল্পোদ্যোগ রয়েছে।
এটা উল্লেখ করার মতো বিষয় যে, মাত্র একশ আশি দিনে ১০ হাজার শিল্পোদ্যোগ যুক্ত হয়েছে। ২০১৬-১৭ আর্থিক বছরে কেবল ৭৪৩ টি শিল্পোদ্যোগ অনুমোদনপ্রাপ্ত ছিল। পরবর্তীকালে এর সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। কেবল ২০২০-২১ আর্থিক বছরে ১৬ হাজার শিল্পোদ্যোগ অনুমোদন পেয়েছে।
দেশে শিল্পোদ্যোগীদের পরিকাঠামোগত সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে শিল্পোদ্যোগের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে, ৪৮ হাজার ০৯৩ শিল্পোদ্যোগের মাধ্যমে ৫,৪৯,৮৪২ জনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অর্থাৎ শিল্পোদ্যোগ পিছু গড়ে ১১ জনের কর্মসংস্থান হয়েছে। ২০২০-২১ আর্থিক বছরে অনুমোদন প্রাপ্ত শিল্পোদ্যোগের মাধ্যমে ১.৭ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
যেসব ক্ষেত্রগুলিতে শিল্পোদ্যোগের সংখ্যা সবচেয়ে বেশি তার মধ্যে রয়েছে, খাদ্য প্রক্রিয়াকরণ, পণ্য উন্নয়ন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তথ্যপ্রযুক্তি পরামর্শ মূলক এবং বাণিজ্য সহায়ক পরিষেবা। শিল্পোদ্যোগর মধ্যে ৪৫ শতাংশ শিল্পোদ্যোগী হচ্ছেন মহিলা। যা মহিলা শিল্পোদ্যোগীদের উৎসাহদানের পক্ষে সহায়ক।
সম্প্রতি শিল্পোদ্যোগ ভারত- এর ক্ষেত্রে ৯৪৫ কোটি টাকার একটি তহবিল গঠন করা হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম।
শিল্পোদ্যোগ এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ বা ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড- এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে জাতীয় শিল্পোদ্যোগ পুরস্কার, বিশ্ব ভেঞ্চার ক্যাপিটাল সামিট, প্রারম্ভ, স্টার্টআপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিট প্রকৃতি। মূলত, দেশজুড়ে শিল্পোদ্যোগ আরও বেশি করে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
CG/ SB
(रिलीज़ आईडी: 1724133)
आगंतुक पटल : 317
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English