স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৩০ কোটি কোভিড-১৯ টিকার ডোজ আগাম সরবরাহের জন্য হায়দরাবাদের মেসার্স বায়োলজিক্যাল-ই লিমিটেডের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছে
Posted On:
03 JUN 2021 2:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ জুন, ২০২১
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড-১৯ টিকার ৩০ কোটি ডোজ আগাম সরবরাহের জন্য হায়দরাবাদের টিকা উৎপাদক সংস্থা মেসার্স বায়োলজিক্যাল-ই লিমিটেডের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছে। হায়দরাবাদের ওই সংস্থাটি আগামী আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই টিকা উৎপাদন ও সরবরাহ করবে। টিকা সরবরাহের জন্য স্বাস্থ্য মন্ত্রক হায়দরাবাদের সংস্থাটিকে আগাম ১,৫০০ কোটি টাকা মাশুল মেটাবে।
উল্লেখ করা যেতে পারে, বায়োলজিক্যাল-ই লিমিটেডের কোভিড-১৯ টিকার বর্তমানে তৃতীয় পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এই টিকার কার্যক্ষমতায় ইতিবাচক পরিণাম পাওয়া গেছে। বায়োজিক্যাল-ই লিমিটেড সংস্থাটির উদ্ভাবিত এই টিকায় আরবিডি প্রোটিনসমৃদ্ধ বিশেষ ধরনের উপাদান রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকা হাতে পাওয়া যাবে।
কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত জাতীয় বিশেষজ্ঞ কমিটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও অনুমোদনের পর স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বায়োলজিক্যাল-ই লিমিটেড সংস্থাকে ৩০ কোটি টিকা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়।
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দেশেই টিকার উৎপাদনে উৎসাহিত করতে ভারত সরকারের উদ্যোগের অঙ্গ হিসেবে বায়োলজিক্যাল-ই লিমিটেড সংস্থা সরকারকে টিকার ডোজ সরবরাহের প্রস্তাব দেয়। টিকার ডোজ সরবরাহ খাতেই হায়দরাবাদের সংস্থাটিকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।
আত্মনির্ভর ভারত কর্মসূচির তৃতীয় পর্যায়ের অঙ্গ হিসেবে কোভিড-১৯ টিকার উৎপাদনের পরিমাণ বাড়াতে ভারত সরকার ‘মিশন কোভিড সুরক্ষা কর্মসূচি’র মাধ্যমে ভারতীয় কোভিড-১৯ টিকা উন্নয়ন মিশন গ্রহণ করেছে। এই মিশনের উদ্দেশ্য হল, সুলভে সমস্ত মানুষকে কোভিড-১৯ টিকাকরণ করা। এমনকি এই মিশনের মাধ্যমে আরও ৫-৬টি কোভিড-১৯ টিকার উদ্ভাবন ও উন্নয়নে সাহায্য করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি টিকার উদ্ভাবন ও ক্লিনিকাল ট্রায়ালে অনেক অগ্রগতি হয়েছে। সরকারের এই প্রচেষ্টার ফলে না কেবল কোভিড-১৯ টিকা উন্নয়ন ও উদ্ভাবনে গতি সঞ্চারিত হবে, সেইসঙ্গে দেশে কোভিড-১৯ টিকা উদ্ভাবনেও এক অনুকূল বাতাবরণ গড়ে উঠবে। পক্ষান্তরে, টিকা উৎপাদক সংস্থাগুলি আরও উৎসাহিত হবে।
CG/BD/DM
(Release ID: 1724025)
Visitor Counter : 321