বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ভারতে পর্যাপ্ত অক্সিজেনের সুবিধা পেতে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ক্ষমতা প্রদানের বিষয়ে ওয়েবিনার

Posted On: 01 JUN 2021 10:31PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ জুন, ২০২১

ভারতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের চাহিদা মেটাতে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগ গুলিকে ক্ষমতা প্রদানের বিষয়ে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। ইন্দোরের মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে আয়োজিতএই ওয়েবিনারের বিষয় ছিল, অক্সিজেন সমৃদ্ধকরণ ইউনিট- ভারতীয় এমএসএমই-দের সুযোগ ও প্রসার। এই ওয়েবিনারের সহযোগী সংস্থা ছিল, মধ্যপ্রদেশের লঘু উদ্যগ ভারতী, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মধ্যপ্রদেশ শাখা এবং ইনক্লুসিভ গ্রোথ ফাউন্ডেশন।
বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল, সিএসআইআর-এর অধীন দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর অধিকর্তা অধ্যাপক ডক্টর হরিশ হিরানি ওয়েবিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি তাঁর ভাষণে উল্লেখ করেন যে, এই মুহূর্তে অক্সিজেনের চাহিদা পূরণ করতে চেষ্টা চালানো হচ্ছে। তবে এর দীর্ঘ স্থায়ী সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি চিকিৎসা পরিকাঠামো ও ক্ষুদ্র অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের সহযোগিতার প্রয়োজন। একসঙ্গে কাজ করতে পারলে ভারতকে আত্মনির্ভর করা সম্ভব হবে তেমনি অক্সিজেন উৎপাদনেও স্বাবলম্বী হওয়া যাবে।
অক্সিজেন থেরাপির জন্য তিনি ইনস্টিটিউট হাইব্রিড সিস্টেম কনফিগারেশন মডেলটি অনুসরণ করার কথা বলেন। এটি ছোট হাসপাতাল-ক্লিনিকগুলির জন্য খুব সহায়ক হবে।
ওয়েবিনারের অন্যতম বক্তা এমএসএমই- ডিআই, ইন্দোরের অধিকর্তা শ্রী বিসি সাহু এ বিষয়ে এমএসএমই গুলিকে এগিয়ে আসার পরামর্শ দেন।

CG/ SB

 



(Release ID: 1723582) Visitor Counter : 168


Read this release in: English