প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়-ক্ষতির বিষয়ে পর্যালোচনা বৈঠক করেছেন

Posted On: 27 MAY 2021 6:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ মে, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় ইয়াসের জেরে ক্ষয়-ক্ষতির বিষয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। আধিকারিকরা এই ক্ষয়-ক্ষতির মূল্যায়ণ এবং সেই সম্পর্কিত বিষয়গুলি প্রধানমন্ত্রীর সম্মুখে বিশদ ভাবে উপস্থাপন করেন।
এদিনের বৈঠকে আলোচনা হয়েছে যে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় জাতীয় বিপর্যয় মোকাবিলা রক্ষী বাহিনীর ১০৬টি দল মোতায়েন করা হয়েছে। তারা এক হাজার জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে এবং আড়াই হাজারেরও বেশি গাছ অথবা বৈদ্যুতিন খুঁটি পড়ে যাওয়ার ফলে রাস্তা আটকে যায়, সেগুলি সরানোর কাজ করেছেন। প্রতিরক্ষা বাহিনী প্রধানত সেনা ও উপকূলরক্ষী বাহিনী যেখানে অসহায় ব্যক্তিদের উদ্ধারের কাজ করেছে, সেখানে নৌ এবং বিমান বাহিনীও প্রস্তুত ছিল।
রাজ্য সরকার ঘূর্ণিঝড় ইয়াসের পরে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে। প্রাপ্ত প্রাথমিক প্রতিবেদনগুলি থেকে এটি দেখা গেছে যে, সঠিক ভাবে পূর্বাভাসের জন্য, প্রভাবিত অঞ্চলের মানুষের সঙ্গে কার্যকরি ভাবে যোগাযোগ করা এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থার সহায়তায় সময় মত তাদেরকে নিরাপদে আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে জীবনহানির ঘটনা হ্রাস করা গেছে। একই সময় বন্যার কারণে ক্ষয়-ক্ষতি হয়েছে, তা মূল্যায়ণও করা হচ্ছে। বেশিরভাগ ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ের জেরে সমস্যা মোকাবিলা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সংস্থাগুলির কার্যকরি এবং সক্রিয়া ভূমিকার কথা উল্লেখ করেছেন। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রাথমিক জীবন-যাপনের পরিষেবা ফিরেয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য যথাযথ ত্রাণ বন্টনের ব্যবস্থা করতে বলেছেন।
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী দপ্তরের প্রধান সচিব, ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ দপ্তরের সচিব, ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

CG/SS/AS



(Release ID: 1722233) Visitor Counter : 165


Read this release in: English