বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

সারা ভারত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যবেক্ষণ জ্যোতির্বিজ্ঞানের আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেস প্রশিক্ষণ বিদ্যালয়ে যোগ দিয়েছে

Posted On: 25 MAY 2021 7:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ মে, ২০২১

জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে সারা ভারতের ২৫ টি বিশ্ববিদ্যালয়ের একশ জন শিক্ষার্থীকে নিয়ে একটি অনলাইন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। যেখানে টেলিস্কোপ, নক্ষত্রের গঠন থেকে শুরু করে সৌর পদার্থবিজ্ঞান এবং মহাকাশ সম্পর্কিত পর্যবেক্ষণের ব্যবস্থা ছিল।
'আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেস প্রশিক্ষণ স্কুল ইন অবজারভেশন অ্যাস্ট্রোনমি-২০২১' শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মোট ৮ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে কথোপকথনের সুযোগ পেয়েছিল।
জ্যোতির্বিজ্ঞানের আধুনিক দিকগুলি এবং এর পাশাপাশি মহাকাশ সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। "ভারতের স্বাধীনতার ৭৫ বছর:আজাদী কা অমৃত মহোৎসব" স্মরণে ১৭ থেকে ২৪ মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

CG/ SB

 


(Release ID: 1721707) Visitor Counter : 173


Read this release in: English