রেলমন্ত্রক

অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে দেশে একদিনে সর্বাধিক ১১৪২ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে

ভারতীয় রেল এক মাসে ১৪ টি রাজ্যে ১৬০০০ মেট্রিক টনের বেশি তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করেছে
৫০ টি ট্যাংকার সমন্বিত ১২ টি অক্সিজেন এক্সপ্রেস যাত্রাপথে রয়েছে, যাতে ৯২০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে

Posted On: 24 MAY 2021 5:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ মে, ২০২১

দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেসের যাত্রা অব্যাহত রেখেছে। এ পর্যন্ত ৯৭৭ টি ট্যাংকারে মোট ১৬০২৩ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত ২৪৭ অক্সিজেন এক্সপ্রেস বিভিন্ন রাজ্যে তাদের যাত্রা শেষ করেছে। এর পাশাপাশি, আজ ৫০ টি ট্যাঙ্কারের মাধ্যমে ৯২০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ১২ টি অক্সিজেন এক্সপ্রেস যাত্রাপথে রয়েছে।
ভারতীয় রেল একদিনে সর্বাধিক ১১৪২ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করেছে। গত ২০ মে একদিনে সর্বাধিক ১১১৮ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হয়েছিল।
দক্ষিণের রাজ্যগুলির মধ্যে তামিলনাডু এবং কর্নাটকে এ পর্যন্ত ১ হাজার মেট্রিকটন তরল অক্সিজেন পাঠানো হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে অনুরোধ আসায় ভারতীয় রেল খুব অল্প সময়ের মধ্যে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এ পর্যন্ত ১৪ টি রাজ্যে অক্সিজেন এক্সপ্রেস তরল অক্সিজেন নিয়ে পৌঁছেছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে, উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কেরালা, দিল্লি, উত্তর প্রদেশ এবং আসাম।
গত ২৪ এপ্রিল থেকে এই অক্সিজেন এক্সপ্রেস তার যাত্রা শুরু করে এক মাসের মধ্যে ১৬০০০ মেট্রিক টনের বেশি তরল মেডিকেল অক্সিজেন দেশের ১৪টি রাজ্যে পৌঁছে দিতে পেরেছে।
রেলের পক্ষ থেকে ট্যাংকারে করে এই অক্সিজেন নেওয়া হচ্ছে পশ্চিমাঞ্চলের হাপা, বরোদা এবং মুন্দ্রা থেকে। পূর্বাঞ্চলের রাউরকেল্লা দুর্গাপুর টাটানগর এবং আংগুল থেকে।
মহারাষ্ট্রে এ পর্যন্ত ৬১৪ মেট্রিক টন, ৩৬৪৯ মেট্রিক টন উত্তর প্রদেশে, মধ্যপ্রদেশে ৬৩৩ মেট্রিক টন, দিল্লিতে ৪৬০০ মেট্রিক টন, হরিয়ানায় ১৭৫৯ মেট্রিক টন, রাজস্থানে ৯৮ মেট্রিক টন, কর্নাটকে ১০৬৩ মেট্রিক টন, উত্তরাখণ্ডে ৩২০ মেট্রিক টন, তামিলনাড়ুতে ১০২৪ মেট্রিক টন, অন্ধ্রপ্রদেশে ৭৩০ মেট্রিক টন, পাঞ্জাবে ২২৫ মেট্রিক টন, কেরালায় ২৪৬ মেট্রিক টন, তেলেঙ্গানায় ৯৭৬ মেট্রিক টন এবং আসামে ৮০ মেট্রিক টন অক্সিজেন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে।

 

CG/SB



(Release ID: 1721303) Visitor Counter : 228


Read this release in: English