প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আসন্ন ঘূর্ণিঝড় যশ- এর মোকাবিলায় সাজ সরঞ্জাম প্রস্তুত রেখেছে
प्रविष्टि तिथि:
23 MAY 2021 7:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মে, ২০২১
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আসন্ন ঘূর্ণিঝড় যশ- এর মোকাবিলায় তাদের সাজ-সরঞ্জাম প্রস্তুত রেখেছে। আগামী ২৬ মে এই ঘূর্ণিঝড় পূর্ব সমুদ্র উপকূলে আছড়ে পড়ার কথা। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে সর্তকতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলার জন্য ১৬ টি জাহাজ এবং তিনটি বিমান প্রস্তুত রাখা হয়েছে। নজরদারি চালানো হচ্ছে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে।
পরিস্থিতির কথা বিবেচনা করে ৩১ টি উপকূল রক্ষী বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সাজ সরঞ্জাম নিয়ে প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসক দল এবং অ্যাম্বুলেন্স মোতায়েন রাখা হয়েছে। এ পর্যন্ত গভীর সমুদ্র থেকে ২৫৪ টি নৌকাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।
CG/ SB
(रिलीज़ आईडी: 1721180)
आगंतुक पटल : 175