স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

করোনা যোদ্ধাদের জন্য 'ঠান্ডা' পিপিই কিট উদ্ভাবন করে মুম্বাইয়ের শিক্ষার্থীর কৃতিত্ব

Posted On: 23 MAY 2021 5:39PM by PIB Kolkata

মুম্বাই, ২৩ মে, ২০২১

মুম্বাইয়ের শিক্ষার্থী নিহাল সিং-এর আদর্শ তাঁর চিকিৎসক মা। আর মায়ের অনুপ্রেরণাতেই সে কোভ-টেক নামে পৃথক এবং ঠান্ডা রাখবে এইরকম একটি ভেন্টিলেটর সিস্টেমের উদ্ভাবন করেছে। যার মাধ্যমে পিপিই কিট পরে থাকলেও ঠান্ডা অনুভূত হবে। নিহালের মা ডাক্তার পুনম কৌর পুনের আদর্শ ক্লিনিকে করোনা রোগীদের চিকিৎসা করে চলেছেন। অধিকাংশ সময়ই তাঁকে পিপিই কিট পরে থাকতে হয়। যা খুবই কষ্টদায়ক। কেননা এটি পরলে কিছু সময় পরেই গরমে ঘাম বেরোতে থাকে। অথচ করোনা রোগীদের চিকিৎসায় চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সকলকেই পিপিই কিট পরতে হয়।
মুম্বাইয়ের কে জে সোমাইয়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র নিহালের উদ্ভাবিত 'কোভ- টেক ভেন্টিলেশন সিস্টেম' এমনই এক ব্যবস্থা যে পিপিই কিট পরে থাকলেও ঠান্ডা অনুভূত হয়। এই পদ্ধতির মাধ্যমে কিটে ফিল্টার ব্যবস্থার মাধ্যমে বায়ুপ্রবাহ তৈরি হয়। ফলে যিনি এটা ব্যবহার করেন তাঁর আর অস্বস্তি বোধ হয় না।
পুনের জাতীয় রাসয়নিক গবেষণাগারের বিজ্ঞানী ডক্টর উল্লাস খায়রুলের প্রত্যক্ষ সহযোগিতায় এবং সোমাইয়া বিদ্যাবিহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বেশ কয়েক মাসের পরিশ্রমের ফল হিসেবে নিহাল এই পদ্ধতির উদ্ভাবন করে।
কোভ-টেক ভেন্টিলেশন পদ্ধতি উদ্ভাবনের জন্য ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ১৯ বছরের নিহালকে অনুদান হিসেবে ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।
নতুন ধরনের এই পিপিই কিট তৈরি করে তা ইতিমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে এই ধরনের কিট আরও তৈরি করা হচ্ছে।

CG/ SB

 



(Release ID: 1721087) Visitor Counter : 233


Read this release in: English