প্রতিরক্ষামন্ত্রক

সেনাপ্রধান উত্তর-পূর্বে কর্ম পরিচালন প্রস্তুতি এবং সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করেছেন

प्रविष्टि तिथि: 21 MAY 2021 6:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ মে, ২০২১

ভারতীয় সেনাপ্রধান এম এন নারাভানে দুদিনের নাগাল্যান্ড সফরে ২০ মে ডিমাপুরে গিয়ে পৌঁছেছেন। সেখানে তিনি উত্তর-পূর্বাঞ্চলের কর্ম পরিচালন প্রস্তুতি এবং সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করেন।
সেনাবাহিনীর প্রধানকে লেফটেন্যান্ট জেনারেল জনসন ম্যাথিউ, জেনারেল অফিসার কমান্ডিং, স্পিয়ার কর্পস সহ বিভাগীয় কমান্ডাররা উত্তর সীমান্তের বর্তমান পরিস্থিতি এবং পরিচালন ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।
সুষ্ঠুভাবে সীমান্তে নজরদারি বজায় রাখার জন্য সেনাপ্রধান শ্রী নারাভানে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। এর পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি বজায় রাখার জন্য তিনি আহ্বান জানান।
সেনাপ্রধানের আজ দিল্লি ফিরে আসার কথা।

CG/ SB


(रिलीज़ आईडी: 1720663) आगंतुक पटल : 248
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English