সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
বিভিন্ন রাজ্যে প্রবীণ ব্যক্তিদের জন্য এল্ডারলাইন প্রকল্পের আওতায় টোল ফ্রি হেল্পলাইন – ১৪৫৬৭ নম্বর চালু করা হয়েছে
Posted On:
17 MAY 2021 7:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ মে, ২০২১
কোভিড অতিমারি পরিস্থিতির কথা বিবেচনা করে প্রবীণ ব্যক্তিদের সমস্যার সমাধানে সামাজিক ন্যায়বিচার মন্ত্রক এল্ডারলাইন প্রকল্পের আওতায় একাধিক রাজ্যের রাজ্য ভিত্তিক কলসেন্টার চালু করেছে । মূলত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং কর্নাটক – ৫টি রাজ্যে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে । তেলেঙ্গানায় ১ বছরেরও বেশি সময় ধরে এই সুবিধা রয়েছে ।
এই কলসেন্টারের টোলফ্রি নম্বরটি হল – ১৪৫৬৭ । সমস্ত প্রবীন ব্যক্তিদের এই সুবিধাগ্রহণের আর্জি জানানো হয়েছে । মূলত টাটা ট্রাস্ট এবং এনএসই ফাউন্ডেশনের সহায়তায় এল্ডারলাইনের সুবিধাটি পরিচালিত হয়ে থাকে ।
CG/SS/RAB
(Release ID: 1719410)
Visitor Counter : 260