স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্র এ পর্যন্ত ২০ কোটির বেশি টিকার ডোজ বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ২ কোটিরও বেশি টিকার ডোজ রয়েছে আগামী ৩ দিনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৩ লক্ষেরও কাছাকাছি টিকার ডোজ পাবে

Posted On: 17 MAY 2021 4:25PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭ মে, ২০২১

কেন্দ্র কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে। সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীনে এই উদ্যোগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও রয়েছে। নমুনা পরীক্ষা, সংক্রমিতকে শনাক্ত করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং যথাযথ কোভিড বিধি মেনে চলার পাশাপাশি টিকাকরণের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে।
কোভিড-১৯ টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায় পয়লা মে থেকে শুরু হয়েছে। এই পর্বে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির উৎপাদিত টিকার ৫০ শতাংশ কেন্দ্র সংগ্রহ করবে। এই টিকা রাজ্যগুলিকে আগের মতোই বিনামূল্য বন্টন করা হবে।
কেন্দ্র এ পর্যন্ত ২০,৭৬,১০,২৩০টি টিকার ডোজ বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে। ১৬ মে পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ১৮,৭১,১৩,৭০৫টি টিকার ডোজ ব্যবহার করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ২,০৪,৯৬,৫২৫টি টিকার ডোজ রয়েছে। আগামী ৩ দিনের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আরো ২,৯৪,৬৬০টি টিকার ডোজ পাবে।
পশ্চিমবঙ্গে ১,৩৪,৮৩,৬৪০টি টিকার ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে ১,২৫,৬৬,৫৯৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কাছে ৯,১৭,০৪৪টি টিকার ডোজ রয়েছে।
ত্রিপুরায় ১৫,২৭,১৭০টি টিকার ডোজ পাঠানো হয়েছে। রাজ্যে এ পর্যন্ত ১৪,৫৭,৩৯৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। রাজ্যের কাছে এখনও ৬৯,৭৭২টি টিকার ডোজ রয়েছে।
আসামে ৩৮,৭৬,৮৭০টি টিকার ডোজ পাঠানো হয়েছে। রাজ্যে এ পর্যন্ত ৩৫,৮১,৭৪৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। আসামে ২,৯৫,১১২টি টিকার ডোজ পাঠানো হচ্ছে।
আন্দামান ও নিকোবরে ২,০০,৫৪০টি টিকার ডোজ পাঠানো হয়েছে। এই কেন্দ্রশাসিত অঞ্চলে এ পর্যন্ত খরচ হয়েছে ১,১৪,০০৬টি টিকার ডোজ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ৮৬,৫৩৪টি টিকার ডোজ রয়েছে। শীঘ্রই ১৯,৯৪০টি ডোজ পাঠানো হচ্ছে।

CG/CB/NS



(Release ID: 1719336) Visitor Counter : 160


Read this release in: English