প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় বায়ু সেনা দুবাইয়ে অক্সিজেন কন্টেনার পরিহরণে সাহায্য করেছে

Posted On: 17 MAY 2021 4:23PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ মে, ২০২১

ভারতীয় বায়ু সেনা চলতি বছরে ২২ এপ্রিল থেকে খালি ক্রায়জেনিক অক্সিজেন ট্যাঙ্কারগুলিকে পূরণ করার জন্য বিভিন্ন স্থানে পৌঁছে দিয়েছে। এই ভর্তি ট্যাঙ্কারগুলি সড়ক অথবা রেল পথে সুনির্দিষ্ট গন্তব্য স্থলে সময়ের মধ্যে পৌঁছতে পারে তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রেও অক্সিজেন কন্টেনার পরিবহণে সাহায্য করেছে ভারতীয় বায়ু সেনা।
ভারতীয় বায়ু সেনার একটি আইএল-৭৬ বিশেষ বিমানে তিনটি খালি ক্রায়জেনিক কন্টেনার জামনগর থেকে দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দুবাইয়ে খালি ট্যাঙ্কারে এই তরল চিকিৎসা অক্সিজেনের ভর্তির জন্য ধারাবাহিকভাবে সমন্বয় বজায় রেখেছে। এই ভর্তি ট্যাঙ্কারগুলি জাহাজে করে ভারতে ফিরিয়ে আনা হবে। সময় সীমা হ্রাসের জন্য খালি ট্যাঙ্কারগুলি বিমানের মাধ্যমে দুবাই নিয়ে যাওয়া হয়।

CG/SS/SKD



(Release ID: 1719334) Visitor Counter : 197


Read this release in: English