প্রতিরক্ষামন্ত্রক

অন্ধ্রপ্রদেশে দুটি প্রধান অক্সিজেন প্ল্যান্ট মেরামতের কাজ করেছে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা

Posted On: 16 MAY 2021 5:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ মে, ২০২১

চলতি অক্সিজেন সঙ্কটের সময় অন্ধ্রপ্রদেশের অন্যতম অক্সিজেন সরবরাহকারী দুটি অক্সিজেন প্ল্যান্ট শ্রী কালাহাস্তি এবং নেল্লোর অক্সিজেন প্ল্যান্ট- মেরামতের কাজ করে বিশাখাপত্তনম নৌ বন্দরের সদস্যরা এক উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে । রাজ্য সরকারের অনুরোধের ভিত্তিতে পূর্বাঞ্চলীয় নৌকম্যান্ড বিশাখাপত্তনম থেকে নৌবাহিনীর ডর্নিয়ার বিমানে নৌ বন্দরের কর্মীদের নিয়ে আসা হয় । কর্মী-সদস্যরা সফলভাবে এই অক্সিজেন প্ল্যান্ট দুটির মেরামতের কাজ সম্পূর্ণ করেছেন ।
নেল্লোরে কৃষ্ণ তেজা অক্সিজেন প্ল্যান্টটি একটি বৃহৎ ক্রায়োজেনিক প্ল্যান্ট । এই প্ল্যান্ট প্রতিদিন ৪০০ টি জাম্বো টাইপ সিলিন্ডার ভর্তি করতে সক্ষম । তবে, গত ৬ বছর ধরেএই প্ল্যান্টটি অকেজো হয়ে পড়েছিল। নৌবাহিনীর সদস্যরা এই প্ল্যান্ট টিকে মেরামত করে এবং পুনঃরায় অক্সিজেন উৎপাদনে সক্ষম করে তোলেন।
তিরুপতির কাছে শ্রী কালাহাস্তি অক্সিজেন প্ল্যান্টটি ভিপিএসএ প্রযুক্তির একটি বৃহৎ প্ল্যান্ট । এখানে প্রতি মিনিটে ১৬ হাজার লিটার অক্সিজেন উৎপাদনের ৫টি বার রয়েছে । নৌবাহিনীর সদস্যরা এখানেও মেরামতের কাজ সফলভাবে শেষ করেছেন। এই প্ল্যান্ট দুটিতে মেরামতের কাজ পরিচালনার দায়িত্বে ছিলেন কমান্ডার দীপায়ন। বিগত ৭ দিন ধরে নিরলসভাবে কাজ চালানো হয় । তবে, তাদের কাজে বিশেষ ভাবে সাহায্য করেছে অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতরের ইঞ্জিনিয়ারিং সদস্যরা। পাশাপাশি জেলা প্রশাসনও সাহায্যের হাত বাড়িয়ে দেয় ।

CG/SS/RAB



(Release ID: 1719115) Visitor Counter : 170


Read this release in: English