স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারত সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এখনও পর্যন্ত বিনামূল্যে ২০ কোটির বেশি টিকার ডোজ সরবরাহ করেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে টিকাকরণের জন্য ১.৮৪ কোটির বেশি টিকার ডোজ মজুত রয়েছে আগামী তিনদিনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও ৫১ লক্ষ টিকার ডোজ সরবরাহ করা হবে

Posted On: 16 MAY 2021 5:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ মে, ২০২১

মহামারী সংক্রমণ প্রতিরোধ ও মোকাবিলায় ভারত সরকারের সুসংবদ্ধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে ভারত সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করে আসছে। এমনকি, টিকার উৎপাদন ও সরবরাহ বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, কোভিড-১৯ টিকাকরণের সম্প্রসারিত ও ত্বরান্বিত তৃতীয় পর্যায় গত ১ মে থেকে শুরু হয়েছে। এই পর্যায়ে টিকাকরণের কৌশল হিসেবে ভারত সরকার সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরির ছাড়পত্রের ভিত্তিতে টিকা উৎপাদক সংস্থার কাছ থেকে প্রতি মাসে ৫০ শতাংশ টিকা সংগ্রহ করে থাকে। রাজ্য সরকারগুলিকে টিকার এই ডোজ আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ অব্যাহত থাকবে।
কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত মোট সংগৃহীত টিকার মধ্যে ২০ কোটি ২৮ লক্ষ ৯ হাজার ২৫০টি ডোজ বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করেছে। এই টিকার ডোজের মধ্যে ১৪ মে সন্ধ্যা ৭টা পর্যন্ত অপচয় হওয়া সহ ১৮ কোটি ৪৩ লক্ষ ৬৭ হাজার ৭৭২টি ডোজ মানবদেহে প্রয়োগ করা হয়েছে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে টিকাকরণের জন্য এখনও ১ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৪৭৮টি টিকার ডোজ রয়েছে। যে সমস্ত রাজ্যে সরবরাহকৃত টিকার তুলনায় বেশি ব্যবহার দেখানো হয়েছে, সেখানে অপচয় হওয়া সহ টিকার ডোজের যে ঘাটতি দেখা গেছে তার কারণ সশস্ত্র বাহিনীকে দেওয়া টিকার হিসাব ধরা হয়নি। এছাড়াও, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগামী তিনদিনে আরও ৫০ লক্ষ ৯৫ হাজার ৬৪০টি টিকার ডোজ সরবরাহ করা হবে।

CG/BD/DM



(Release ID: 1719113) Visitor Counter : 208


Read this release in: English