স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দেশে গত ছয় দিনে পাঁচবার এমনকি গত ২৪ ঘণ্টাতেও সুস্থতার সংখ্যা কোভিড আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৫৫,৩৪৪টি কমেছে ভারতে মোট টিকাকরণ ১৮.২২ কোটি ছাড়িয়েছে এখনও পর্যন্ত ১৮-৪৪ বছর বয়সী ৪৮ লক্ষের বেশি সুফলভোগীর টিকাকরণ

Posted On: 16 MAY 2021 5:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ মে, ২০২১

ভারতে করোনায় মোট সুস্থতার সংখ্যা আজ ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৪.২৫ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন করোনামুক্ত হয়েছেন। এর ফলে, গত ছয় দিনে পাঁচাবার দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা বেশি রয়েছে। ১০টি রাজ্যে সুস্থতার হার ৭০.৯৪ শতাংশ।
দেশে আজ সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮, যা মোট আক্রান্তের ১৪.৬৬ শতাংশ। অবশ্য গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের ঘটনা ৫৫,৩৪৪টি কমেছে। ১০টি রাজ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ৭৪.৬৯ শতাংশ। একইভাবে, আক্রান্তের হারও ক্রমশ নিম্নমুখী। আজ এই হার দাঁড়িয়েছে ১৬.৯৮ শতাংশ।
দেশব্যাপী টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায়ের আওতায় ১৮ কোটি ২২ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী সারা দেশে ১৮ কোটি ২২ লক্ষ ২০ হাজার ১৪৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৬ লক্ষ ৪২ হাজার ২৭৮ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬৬ লক্ষ ৪১ হাজার ৪৭ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৪৪ লক্ষ ২৫ হাজার ৪৪ জন প্রথম ডোজ এবং ৮১ লক্ষ ৮৬ হাজার ৫৬৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ১৮-৪৪ বছর বয়সী ৪৮ লক্ষ ২৫ হাজার ৭৯৯ জন টিকার প্রথম ডোজ পেয়েছেন। এছাড়াও, ৪৫-৬০ বছর বয়সী ৫ কোটি ৭১ লক্ষ ৬১ হাজার ৭৬ জন প্রথম ডোজ এবং ৯০ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ৪৪ লক্ষ ৬৯ হাজার ৫৯৯ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৭৮ লক্ষ ১ হাজার ৮৯১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে এখনও পর্যন্ত ১০টি রাজ্যে টিকাকরণের হার ৬৬.৭৬ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৮-৪৪ বছর বয়সী ৫ লক্ষ ৬২ হাজার ১৩০ জন সুফলভোগী টিকার প্রথম ডোজ পেয়েছেন। টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায়ের সূচনার সময় থেকে ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪৮ লক্ষ ২৫ হাজার ৭৯৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৮-৪৪ বছর বয়সী ৩২,০৪৬ জন টিকার প্রথম ডোজ পেয়েছেন।
দেশব্যাপী টিকাকরণ অভিযানের ১২০তম দিনে (১৫ মে) ১৭ লক্ষ ৩৩ হাজার ২৩২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ লক্ষ ৩০ হাজার ৯২৮ জন প্রথম ডোজ এবং ৬ লক্ষ ২ হাজার ৩০৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার ১৭০। এর মধ্যে ১০টি রাজ্যে আক্রান্তের হার ৭৪.৭ শতাংশ। কর্ণাটকে একদিনেই সর্বাধিক ৪১,৬৬৪ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে একদিনেই আক্রান্তের সংখ্যা ৩৪,৮৪৮। অন্যদিকে, তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৩৩,৬৫৮ জন।
দেশে কোভিডে মৃত্যু হার বর্তমানে ১.০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪,০৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০টি রাজ্যে মৃত্যু হার ৭৫.৫৫ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৯৬০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কর্ণাটকে মারা গেছেন ৩৪৯ জন।
আন্তর্জাতিক মহলের কাছ থেকে পাওয়া কোভিড ত্রাণসামগ্রীগুলি দ্রুত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত সড়ক ও বিমানযোগে ১০,৯৫৩টি অক্সিজেন কনসেনট্রেটর, ১৩,১৬৯টি অক্সিজেন সিলিন্ডার, ৯০টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৬,৮৩৫টি ভেন্টিলেটর / বাইপ্যাপ যন্ত্র, ৪ লক্ষ ৯০ হাজারের বেশি রেমডেসিভির ভায়াল সরবরাহ করা হয়েছে।

CG/BD/DM



(Release ID: 1719112) Visitor Counter : 153


Read this release in: English