স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে মোট টিকাকরণ ১৮ কোটি ছাড়িয়েছে এখনও পর্যন্ত ১৮-৪৪ বছর বয়সী ৪২ লক্ষের বেশি সুফলভোগীর টিকাকরণ নতুন করে আক্রান্তের সংখ্যা গত পাঁচদিনে চারবার এমনকি গত ২৪ ঘণ্টাতেও সুস্থতার সংখ্যার তুলনায় কম

Posted On: 15 MAY 2021 5:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ মে, ২০২১

দেশব্যাপী টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায়ে আজ পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণ ১৮ কোটি ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, মোট ১৮ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৫৭৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৬ লক্ষ ২৭ হাজার ৬৫০ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬৬ লক্ষ ২২ হাজার ৪০ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৪৩ লক্ষ ৬৫ হাজার ৮৭১ জন কর্মী প্রথম ডোজ এবং ৮১ লক্ষ ৪৯ হাজার ৬১৩ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও ১৮-৪৫ বছর বয়সী ৪২ লক্ষ ৫৮ হাজার ৭৫৬ জন সুফলভোগী প্রথম ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৬০ বছর বয়সী ৫ কোটি ৬৮ লক্ষ ৫ হাজার ৭৭২ জন প্রথম ডোজ এবং ৮৭ লক্ষ ৫৬ হাজার ৩১৩ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ৪৩ লক্ষ ১৭ হাজার ৬৪৬ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৯১৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
এখনও পর্যন্ত দেশে ১০টি রাজ্যে টিকাকরণের হার ৬৬.৭৩ শতাংশ। টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায়ে ১৮-৪৪ বছর বয়সী ৩ লক্ষ ২৮ হাজার ২১৬ জন সুফলভোগীর গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে। এছাড়াও, ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহীতা ব্যক্তির সংখ্যা ৪২ লক্ষ ৫৮ হাজার ৭৫৬। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৮-৪৪ বছর বয়সী ২৩,২১৪ জনের টিকাকরণ হয়েছে বলে জানা গেছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। টিকাকরণ অভিযানের ১১৯তম দিনে (১৪ মে) ১১ লক্ষ ৩ হাজার ৬২৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ লক্ষ ২৯ হাজার ৪৪৫ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৪ লক্ষ ৭৪ হাজার ১৮০ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে আজ পর্যন্ত করোনায় সুস্থতার সংখ্যা ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৩.৮৩ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা গত পাঁচদিনে চারবার সুস্থতার সংখ্যার তুলনায় কম। পরিসংখ্যান অনুযায়ী, ১০টি রাজ্যে সুস্থতার হার ৭০.৪৯ শতাংশ। এদিকে দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২, যা মোট আক্রান্তের ১৫.০৭ শতাংশ। অবশ্য, গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩১,০৯১টি কমেছে। দেশে ১১টি রাজ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ৭৭.২৬ শতাংশ।
কোভিড-১৯ মোকাবিলায় বিদেশি ত্রাণসামগ্রীগুলি দ্রুত ছাড়পত্র দিয়ে সেগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অবিলম্বে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সড়ক ও বিমান যোগে ১০,৭৯৬টি অক্সিজেন কনসেনট্রেটর, ১২,২৬৯টি অক্সিজেন সিলিন্ডার, ১৯টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৬,৭৯৭টি ভেন্টিলেটর / বাইপ্যাপ মেশিন এবং ৪ লক্ষ ২০ হাজারের বেশি রেমডেসিভির ভায়াল পাঠানো হয়েছে / সরবরাহ করা হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৬ হাজার ৯৮। এর মধ্যে ১০টি রাজ্যেই আক্রান্তের হার ৭৪.৮৫ শতাংশ। কর্ণাটকে একদিনেই সর্বাধিক ৪১,৭৭৯ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৯,৯২৩। অন্যদিকে, কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৪,৬৯৪ জন।
জাতীয় স্তরে কোভিডে মৃত্যু হার বর্তমানে ১.০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩,৮৯০ জনের। এর মধ্যে ১০টি রাজ্যে মৃত্যু হার ৭২.১৯ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৬৯৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কর্ণাটকে মারা গেছেন ৩৭৩ জন।

CG/BD/DM



(Release ID: 1718829) Visitor Counter : 173


Read this release in: English