প্রতিরক্ষামন্ত্রক
আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস-এ মেডিকেল অফিসার হিসেবে ১১০ জন মেডিকেল ক্যাডেট কাজে নিযুক্ত হলেন
Posted On:
15 MAY 2021 5:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ মে, ২০২১
আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস-এর ৫৫তম ব্যাচের ১১০ জন মেডিকেল ক্যাডেট আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস-এ নিযুক্ত হয়েছেন। এঁদের মধ্যে ২১ জন মহিলা ক্যাডেট রয়েছেন। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল নরদীপ নৈথানি আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১১০ জন মেডিকেল ক্যাডেটকে আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস-এ স্বাগত জানান। এই ১১০ জন মেডিকেল ক্যাডেটের মধ্যে ৯৪ জন সেনাবাহিনীতে, ১০ জন ভারতীয় বিমানবাহিনীতে এবং ছয়জন ভারতীয় নৌ-বাহিনীতে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কর্নেল এ কে শাক্য সদ্য কাজে যোগ দেওয়া ১১০ জন মেডিকেল ক্যাডেটকে ভারতীয় সংবিধানের আনুগত্যের শপথবাক্য পাঠ করান। উল্লেখ করা যেতে পারে, বর্তমান কোভিড-১৯ সম্পর্কিত বিধি-নিষেধের বিষয়গুলিকে বিবেচনায় রেখে ১৯৮২-র পর এই প্রথমবার পাসিং আউট ক্যাডেটদের প্যারেড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস-এ যোগ দেওয়া এই ১১০ জন মেডিকেল অফিসারদের স্বাগত জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল নৈথানি বলেন, সেনাবাহিনীর চিকিৎসা পরিষেবা বিভাগ দেশের অন্যতম সুসংবদ্ধ চিকিৎসা সংগঠন। তিনি এই মেডিকেল অফিসারদের চিকিৎসা পেশের প্রতি আনুগত্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কোভিড সেনানী হিসেবে বর্তমান মহামারীর বিরুদ্ধে সারা দেশের লড়াইয়ে তাঁদের জ্ঞান ও দক্ষতাকে যথাসম্ভব কাজে লাগাতে হবে, যাতে সাধারণ মানুষের সেবায় নিজেদের আরও নিয়োজিত করা যায়। লেফটেন্যান্ট জেনারেল নৈথানি আশা প্রকাশ করে বলেন, সদ্য কাজে যোগ দেওয়া এই মেডিকেল অফিসাররা তাঁদের কঠিন অধ্যাবসায় ও প্রশিক্ষণের ওপর নির্ভর করে সেনাবাহিনীর চিকিৎসক হিসেবে প্রত্যাশিত আদর্শ মান সর্বদাই অটুট রাখতে সক্ষম হবেন।
CG/BD/DM
(Release ID: 1718828)
Visitor Counter : 189