প্রধানমন্ত্রীরদপ্তর
পিএম-কিষাণ কর্মসূচির আওতায় অষ্টম কিস্তির আর্থিক সুযোগ-সুবিধা ১৪ মে হস্তান্তরিত করবেন প্রধানমন্ত্রী
Posted On:
13 MAY 2021 5:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ মে, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৪ মে) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) কর্মসূচির অষ্টম কিস্তির আর্থিক সুযোগ-সুবিধা হস্তান্তরিত করবেন। কর্মসূচির অষ্টম পর্যায়ে ৯ কোটি ৫০ লক্ষের বেশি সুফলভোগী কৃষক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৯,০০০ কোটি টাকার বেশি হস্তান্তরিত করা হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী কয়েকজন সুফলভোগী কৃষকের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন।
পিএম-কিষাণ কর্মসূচি সম্পর্কে
পিএম-কিষাণ কর্মসূচির আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বার্ষিক ৬ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়। চারটি মাসিক কিস্তিতে তিনবার ২ হাজার টাকা করে আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে। কর্মসূচির আওতায় প্রদেয় অর্থ সরাসরি সুফলভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। এখনও পর্যন্ত সুফলভোগী কৃষক পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কর্মসূচির মাধ্যমে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার বেশি হস্তান্তরিত করা হয়েছে।
CG/BD/DM
(Release ID: 1718334)
Visitor Counter : 287