স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

পিএম কেয়ারস তহবিলের আওতায় ভেন্টিলেটর সরবরাহ সংক্রান্ত সর্বশেষ তথ্য

Posted On: 13 MAY 2021 5:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ মে, ২০২১

কোভিড রোগীদের হাসপাতালগুলিতে যথাযথ পরিষেবা পৌঁছে দিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্যোগে কেন্দ্রীয় সরকার সাহায্য করছে। হাসপাতালের বর্তমান পরিকাঠামোর মানোন্নয়নে কেন্দ্রীয় সরকার গত বছরের এপ্রিল মাস থেকেই ভেন্টিলেটর সহ অন্যান্য অত্যাবশ্যক চিকিৎসা সামগ্রী সংগ্রহ করে সেগুলি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রীয় হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে সরবরাহ করছে।
এদিকে, এক শ্রেণীর সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, পিএম কেয়ারস তলবিলের আওতায় পাঞ্জাবে ফরিদকোটের জিজিএস মেডিকেল কলেজ ও হাসপাতালে যে সমস্ত ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছিল সেগুলি কারিগরি সমস্যার দরুণ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এমনকি, ভেন্টিলেটরগুলিতে কারিগরি সমস্যা দূর করার জন্য উৎপাদক সংস্থার পক্ষ থেকেও কোনরকম সহায়তা মেলেনি। প্রকাশিত এই খবরের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং পুরো তথ্য না জেনে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, গতবছর মহামারী শুরুর সময় দেশে সরকারি হাসপাতালগুলিতে ভেন্টিলেটরের সংখ্যা ছিল সীমিত। এমনকি দেশে ভেন্টিলেটর উৎপাদক সংস্থাও ছিল হাতেগোণা কয়েকটি। অতিরিক্ত ভেন্টিলেটরের চাহিদা মেটাতে তা বিদেশ থেকে আমদানি করতে হয়েছে। এই প্রেক্ষিতে স্থানীয় চাহিদা মেটাতে দেশীয় উৎপাদকদের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় আরও অধিক পরিমাণে বিভিন্ন ধরণের চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে উৎসাহিত করা হয়। সেই সময় এমন কিছু সংস্থা ছিল যারা প্রথমবার ভেন্টিলেটর উৎপাদনের উদ্যোগ নেয়। উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে পাওয়া ভেন্টিলেটরগুলির কাজকর্ম পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা হয়। কারিগরি সক্ষমতা যাচাই করা হয় এবং চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগানোর দিকগুলি খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা যাবতীয় বিষয় ভালভাবে দেখার পর এধরণের ভেন্টিলেটর সংগ্রহের অনুমতি দেয়।
এদিকে, কয়েকটি রাজ্যে এধরণের ভেন্টিলেটর সরবরাহ করা হয়। কিন্তু সেগুলি কাজে না লাগিয়ে হাসপাতালে পড়ে রয়েছে বলে জানা যায়। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ৭টি রাজ্যকে গত ১১ এপ্রিল চিঠি দিয়ে জানায়, তাদের কাছে ৫০টিরও বেশি ভেন্টিলেটর অব্যবহৃত অবস্থায় গত ৪-৫ মাস ধরে পড়ে রয়েছে। এই ভেন্টিলেটরগুলি দ্রুত কাজে লাগানোর অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।
সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, এজিভিএ সংস্থার উৎপাদিত ৮০টির মধ্যে ৭১টি ভেন্টিলেটর ফরিদকোটে জিজিএস মেডিকেল কলেজ ও হাসপাতালে কারিগরি ত্রুটির দরুণ পড়ে রয়েছে। এই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়েছে, ওই হাসপাতালে ৮৮টি ভেন্টিলেটর সরবরাহ করেছে ভারত ইলেক্ট্রনিক লিমিটেড এবং ৫টি সংগ্রহ করা হয়েছে এজিভিএ সংস্থার কাছ থেকে। এই ভেন্টিলেটরগুলি হাসপাতালে কাজে লাগানোর পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এর কার্যকারিতার বিষয়ে চূড়ান্ত স্বীকৃতিপত্র পাওয়া গেছে। এদিকে, ভারত ইলেক্ট্রনিক লিমিটেড সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফরিদকোটে জিজিএস মেডিকেল কলেজ ও হাসপাতালে যে সমস্ত ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছিল তারমধ্যে অধিকাংশই প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। তাই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সত্য নয় বলে জানানো হয়েছে। সংস্থার পক্ষ থেকে কারিগরি বিশেষজ্ঞরা হাসপাতালে গিয়ে যেকটি ভেন্টিলেটরে ত্রুটি ছিল তা সমাধান করে এসেছেন বলেও জানানো হয়েছে।

CG/BD/AS


(Release ID: 1718333) Visitor Counter : 360


Read this release in: English