স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কেন্দ্র আন্তর্জাতিক সাহায্য যথাযথভাবে বরাদ্দ করে সংশ্লিষ্ট সকলের কাছে পাঠাচ্ছে যাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কোভিড ব্যবস্থাপনায় সুবিধা হয়
Posted On:
08 MAY 2021 8:59PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৮ মে, ২০২১
ভারতের প্রতি সহমর্মিতা দেখিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছে। কেন্দ্র বিভিন্ন দেশ থেকে আসা সাহায্য যথাযথভাবে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বরাদ্দ করেছে এবং সেগুলি দ্রুত সংশ্লিষ্ট জায়গায় পাঠাচ্ছে। এরফলে
কোভিড-১৯এর চিকিৎসা ব্যবস্থাপনায় সুবিধা হবে।
বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সংগঠন কেন্দ্রকে ২৭শে এপ্রিল থেকে চিকিৎসার জন্য বিভিন্ন সরঞ্জাম পাঠাচ্ছে। ৭ই এপ্রিল পর্যন্ত ৬৬০৮টি অক্সিজেন কনসেনট্রেটর, ৩৮৫৬টি অক্সিজেন সিলিন্ডার, ১৪টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৪৩৩০টি ভেন্টিলেটর/বাই প্যাপ, প্রায় ৩ লক্ষ
রেমডেসিভির ভয়েল পাঠানো হয়েছে।
৭ই মে ইউএসআইএসপিএফ, সুইজারল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড ও ইজরাইল থেকে যেসব গুরুত্বপূর্ণ উপাদান এসেছে তার মধ্যে ২০৬০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৩০ হাজার রেমডেসিভির, ৪৬৭টি ভেন্টিলেটর ও ৩টি অক্সিজেন উৎপাদক প্ল্যান্ট রয়েছে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এ ইসমস্ত উপাদান দ্রুত পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি কো-অর্ডিনেশন সেল বিদেশ থেকে আসা কোভিড ত্রাণ সামগ্রীর হিসেব রাখছে। এই সব সামগ্রী কোথায় কোথায় পাঠানো হচ্ছে এই সেল সেদিকেও
নজর রাখছে। ২৬ এপ্রিল থেকে এই সেল কাজ করছে। এই বিষয়ে সাধারণ পরিচালন পদ্ধতি স্বাস্থ্য মন্ত্রক তৈরি করেছে এবং দোসরা মে থেকে সেটি মেনে চলা হচ্ছে।
SDG/CB/NS
(Release ID: 1717112)
Visitor Counter : 206