স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত সাহায্য কেন্দ্রীয় সরকার দ্রুত ও কার্যকরীভাবে বরাদ্দ এবং বিতরণ করছে যাতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিকিৎসা পরিকাঠামো ক্ষেত্রে সহায়তা দান করা যায়

Posted On: 08 MAY 2021 6:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ মে, ২০২১

কোভিড-১৯ –এর দ্বিতীয় ঢেউয়ের জেরে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত সাহায্য কেন্দ্রীয় সরকার দ্রুত ও কার্যকরীভাবে বরাদ্দ এবং বিতরণ করছে, যাতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিকিৎসা পরিকাঠামো ক্ষেত্রে সহায়তা দান করা যায়। এর মাধ্যমে ভারতের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক নির্ভরতা ও সদিচ্ছা প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
এ পর্যন্ত ২ হাজার ৯৩৩টি অক্সিজেন কনসেনট্রেটর, ২ হাজার ৪২৯টি অক্সিজেন সিলিন্ডার, ১৩টি অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট, ২ হাজার ৯৫১টি ভেন্টিলেটর এবং ৩ লক্ষেরও বেশি রেমডেসিভির ওষুধ সরবরাহ করা হয়েছে ।
কোভিড-১৯ টিকাদান কর্মসূচির আওতায় তৃতীয় পর্যায়ের টিকাদান পর্ব সহ এপর্যন্ত দেশের ১৬.৭৩ কোটি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে।
৩০টি রাজ্যের ১৮ থেকে ৪৪ বছর বয়সী ১৪ লক্ষ ৮৮ হাজার ৫২৮ জন সুবিধাভোগীকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৪ লক্ষ ৩৭ হাজার ২৯৯টি টিকাকরণ পর্বের মাধ্যমে দেশের মোট ১৬ কোটি ৭৩ লক্ষ ৪৬ হাজার ৫৪৪ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ লক্ষ ৩২ হাজার ৬৩৯ জন স্বাস্থ্য কর্মীকে প্রথম ডোজ, ৬৪ লক্ষ ৩০ হাজার ২৭৭ জন স্বাস্থ্য কর্মীকে দ্বিতীয় ডোজ, ১ কোটি ৩৮ লক্ষ ৬২ হাজার ৯৯৮ জন প্রথম সারির কর্মীকে প্রথম ডোজ এবং ৭৬ লক্ষ ৪৬ হাজার ৬৩৪ জন প্রথম সারির কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী ১৪ লক্ষ ৮৮ হাজার ৫২৮ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ, ৫ কোটি ৩৫ লক্ষ ৪ হাজার ৩১২ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৬০ বছরের বেশি বয়সী ১ কোটি ৪২ লক্ষ ৮৭ হাজার ৩১৩ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ এবং ৪৫ থেকে ৬০ বছর বয়সী ৫ কোটি ৪৭ লক্ষ ৩৩ হাজার ৯৬৯ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ ও ৫৮ লক্ষ ৬৯ হাজার ৮৭৪ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
১০টি রাজ্যে এপর্যন্ত টিকাকরণের হার ৬৬.৮১ শতাংশ। ২৪ ঘণ্টায় প্রায় ২৩ লক্ষ মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণ পর্বে ১১২ তম দিনে ২২ লক্ষ ৯৭ হাজার ২৫৭ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৬৯২টি টিকাকরণ পর্বের মাধ্যমে ৯ লক্ষ ৮৭ হাজার ৯০৯ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ১৩ লক্ষ ৯ হাজার ৩৪৮ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
দেশে এপর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৯ লক্ষ ৩০ হাজার ৯৬০ জন। জাতীয় আরোগ্যের হার ৮১.৯০ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন। ১০টি রাজ্যে সুস্থতার হার ৭১.৯৩ শতাংশ।
২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ১০টি রাজ্যে সংক্রমণের হার ৭০.৭৭ শতাংশ। মহারাষ্ট্রে একদিনে ৫৪ হাজার ২২ জন, কর্ণাটকে ৪৮ হাজার ৭৮১ জন এবং কেরালায় ৩৮ হাজার ৪৬০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬ জন। দেশে মৃত্যুর হার ১.০৯ শতাংশ। ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে একদিনে ৮৯৮ জন এবং কর্ণাটকে ৫৯২ জনের মৃত্যু হয়েছে। দমন ও দিউ, দাদরা ও নগরহাভেলি, মিজোরাম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ – এই চারটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

SC/SS/SKD



(Release ID: 1717059) Visitor Counter : 209


Read this release in: English