স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯এর জন্য চিকিৎসা ব্যবস্থাপনার সর্বশেষ উদ্যোগ

Posted On: 08 MAY 2021 6:14PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৮ মে, ২০২১

কোভিড সংক্রমিতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে ভর্তির জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি তাৎপর্যপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে, যারা কোভিড-১৯এ সংক্রমিত তাদের দ্রুত কার্যকর ও সর্বাঙ্গীন চিকিৎসার জন্য রোগীদের অনুকূল ব্যবস্থা নেওয়া

হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা হাসপাতাল ও রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলে থাকা বিভিন্ন বেসরকারী হাসপাতাল যেখানে কোভিড সংক্রমিতদের চিকিৎসা হয় সেখানে

নিম্নলিখিত নিয়মগুলি মেনে চলতে হবে :
ক) কোভিড স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির জন্য কোভিড-১৯ নমুনা পরীক্ষায় পজেটিভ ফল আসা বাধ্যতামূলক- এ ধরণের নিয়ম আর কার্যকর হবেনা। যদি কেউ সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হয় তাহলে তাকে কোভিড কেয়ার কেন্দ্র, ডিসিএইচসি অথবা ডিএইচসি-তে ভর্তি

করতে হবে।
খ) কোনো রোগীকে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবেনা। অন্য শহরের বাসিন্দা হলেও সেই রোগীকে অক্সিজেন, গুরুত্বপূর্ণ ওষুধ সংক্রান্ত সব রকমের চিকিৎসার সুযোগ দিতে হবে।
গ) কেউ যদি বৈধ পরিচয়পত্র না দেখাতে পারেন তাহলেও তাকে ভর্তি করতে হবে।
ঘ) প্রয়োজন অনুসারে হাসপাতালে রোগীকে ভর্তি করা যাবে। যাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তারা যেন কোনো বেড আটকে না রাখেন সেটি নিশ্চিত করতে হবে। এছাড়াও হাসপাতাল থেকে রোগীকে ছাড়ার নিয়মাবলীতেও কিছু পরিবর্তন করা হয়েছে। এই

নিয়মাবলী দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ- https://www.mohfw.gov.in/pdf/ReviseddischargePolicyforCOVID19.pdf
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের পরামর্শ দিয়েছেন, তাঁরা যাতে নতুন নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তি তিন দিনের মধ্যে প্রকাশ করেন। স্বাস্থ্য মন্ত্রক এর আগে কোভিড-১৯এ সংক্রমিত বা কোভিড-১৯ হয়েছে এ ধরণের সন্দেহ যাঁদের ওপর করা হয়

তাঁদের জন্য একটি নির্দেশাবলী ৭ই এপ্রিল প্রকাশ করেছিল।
ক) মৃদু উপসর্গ দেখা দিলে কোভিড কেয়ার সেন্টার বা সিসিসি-তে চিকিৎসা হবে। এই কেন্দ্রগুলি হোস্টেল, হোটেল, স্কুল, স্টেডিয়াম, লজ ইত্যাদি জায়গায় গড়ে তোলা যাবে। এছাড়াও যেসব জায়গায় কোভিড সংক্রমিত নয় এ ধরণের রোগীদের চিকিৎসা হচ্ছে সেসব

জায়গাতেও কোভিড কেয়ার কেন্দ্র গড়ে তোলা সম্ভব।
খ) নির্ধারিত কোভিড স্বাস্থ্য কেন্দ্র বা ডেডিকেটেড কোভিড হেল্থ সেন্টারে (ডিসিএইচসি) হালকা ও মাঝারি সংক্রমিতদের চিকিৎসা করা যাবে। এই ধরণের কেন্দ্রগুলি গড়ে তুলতে হলে হাসপাতালের আলাদা ব্লকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে ওই ব্লকের

ঢোকার এবং বেরনোর রাস্তা সম্পূর্ণ আলাদা হওয়া প্রয়োজন। এই হাসপাতালগুলির ওই ব্লকে অক্সিজেনের ব্যবস্থা থাকতে হবে।
গ) ডেডিকেটেড কোভিড হাসপাতালে (ডিসিএইচ) যাঁদের সংক্রমণের তীব্রতা বেশী, তাঁদের সর্বাঙ্গীন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এর জন্য একটি পুরো হাসপাতাল বা কোন হাসপাতালে সম্পূর্ণ আলাদা ব্লকের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ওই ব্লকের ঢোকার এবং বেরনোর

রাস্তা সম্পূর্ণ আলাদা হওয়া প্রয়োজন। এইসব হাসপাতালে আইসিইউ, ভেন্টিলেটর সহ রোগী যাতে অক্সিজেন পান সে বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন।
উপরে উল্লিখিত ব্যবস্থাগুলির মাধ্যমে কোভিড স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সম্ভব। যাদের মৃদু উপসর্গ দেখা দিয়েছে তারা সিসিসি, মাঝারি উপসর্গ যাদের দেখা যাচ্ছে তাদের ডিসিএইচসি এবং যাদের তীব্র সমস্যা হচ্ছে তাদের ডিসিএইচ-এ চিকিৎসা করাতে হবে।

SC/CB/NS



(Release ID: 1717047) Visitor Counter : 434


Read this release in: English