আয়ুষ

আয়ুষ মন্ত্রক দেশব্যাপী আয়ুষ ৬৪ এবং কাবাসুরা কুদিনির বিতরণ বিষয়ে প্রচারাভিযান চালাচ্ছে

Posted On: 07 MAY 2021 6:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ মে, ২০২১

দেশে কোভিড ১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আয়ুষ মন্ত্রক আজ থেকে দেশব্যাপী কতিপয় ভেষজ আয়ুর্বেদিক ওযুধ আয়ুষ ৬৪ এবং সিদ্ধা ওষুধ – কাবাসুরা কুদিনির বিতরণ বিষয়ে প্রচারাভিযান শুরু করেছে । ক্লিনিকাল ট্রায়ালে এই দুই ওষুধ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে তা প্রমানিত হয়েছে । মূলত হাসপাতাল থেকে ছাড়া পাওয়া কোভিড ১৯ রোগীদের সুবিধার্থে এই দুই ওষুধের বিষয়ে প্রচার চালানো হচ্ছে । বিভিন্ন পক্ষের মাধ্যমে এই প্রচারাভিযানের সূচনা করেছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং আয়ুষ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু । এই প্রচারাভিযানের মূল সহযোগি সংস্থা হল সেবা ভারতী ।
মন্ত্রকের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্তৃত জনসংযোগকে কাজে লাগিয়ে এই ওষুধ বিতরণ বিষয়ে একটি কৌশল তৈরি করা হয়েছে । এটি লক্ষ্যনীয় যে কোভিড ১৯ অতিমারির ঢেউ দেশে আছড়ে পরার পর আয়ুষ মন্ত্রক করোনা নিয়ন্ত্রণ ও প্রশমনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে । কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে নিবিড়ভাবে সহযোগিতা বজায় রেখে আয়ুষ মন্ত্রক কাজ করে চলেছে । এরই অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক আয়ুষ ৬৪ এবং কাবাসুরা কুদিনির বিষয়ে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেছে । ভারত সরকারের লক্ষ্যই হল কোভিড ১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করে তোলা ।
কোভিড ১৯ নিয়ন্ত্রণ ও প্রশমন কৌশলকে আরও শক্তিশালী করে তুলতে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের নিয়ে মন্ত্রক একটি আন্তঃশৃঙ্খল আয়ুষ গবেষণা ও উন্নয়ন টাস্কফোর্স গঠন করেছে । এমনকি কোভিড ১৯ মোকাবিলায় আয়ুষ ক্ষেত্রে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার কাজ চালাচ্ছে । একাধিক গবেষণায় দেখা গেছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স(সিসিআরএএস)এর তৈরি আয়ুর্বেদিক সূত্র আয়ুষ ৬৪ এবং শাস্ত্রীয় সিদ্ধা সূত্র কাবাসুরা কুদিনির কোভিড ১৯ মোকাবিলার ক্ষেত্রে কার্যকরি ভূমিকা পালন করেছে ।
স্বল্প কোভিড ১৯ আক্রান্ত রোগীদের রোগ মোকাবিলা ক্ষেত্রে আয়ুষ ৬৪-এর সুরক্ষা এবং কার্যকারিতা মূল্যায়নের জন্য সম্প্রতি আয়ুষ মন্ত্রক এবং বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পর্ষদ যৌথভাবে একটি ক্লিনিকাল ট্রায়াল সম্পন্ন করেছে । এমনকি আয়ুষ মন্ত্রকের আওতাধীন সেন্টার কাউন্সিল ফর রিসার্চ ইন সিদ্ধা কোভিড ১৯ রোগীদের ক্ষেত্রে সিদ্ধা ওষুধ কাবাসুরা কুদিনির-এর কার্যকারিতা বিষয়ে ক্লিনিকাল ট্রায়াল চালায় । উভয় ক্ষেত্রে স্বল্প কোভিড ১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় এই দুই ওষুধ যথেষ্টই কার্যকর বলে প্রমানিত হয়েছে ।
আইসিএমআর-এর প্রাক্তন অধিকর্তা ডঃ ভি এম কাতোচের পৌরোহিত্যে মন্ত্রক ‘ন্যাশনাল ক্লিনিকাল ম্যানেজমেন্ট প্রোটোকল : কোভিড ১৯’ গঠন করেছে । আয়ুর্বেদ এবং যোগচর্চা ভিত্তিক এই ক্লিনিকাল ম্যানেজমেন্ট প্রোটোকলটিতে আয়ুষ ৬৪-র বিষয়ে সুপারিশ করা হয়েছে, যা বাড়ির ভিতরে নজরদারিতে থাকা কোভিড ১৯ রোগীদের জন্য আয়ুর্বেদ চিকিৎসকেরা আইসিএমআর-এর কোভিড মোকাবিলা ক্ষেত্রে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী সুপারিশ করতে পারবেন । ভারত সরকারের আয়ুষ মন্ত্রক কোভিড ১৯ চিকিৎসায় কাবাসুরা কুদিনির ব্যবহারের ক্ষেত্রে সিদ্ধা চিকিৎসকদের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে ।
গুণমান সম্পন্ন চিকিৎসার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে হাল্কা থেকে মাঝারি কোভিড ১৯ রোগীদের ক্ষেত্রে আয়ুষ ৬৪ ও কাবাসুরা কুদিনির ব্যবহারে ভালো ফল মেলায় আয়ুষ মন্ত্রক আজ আয়ুষ ৬৪ এবং কাবাসুরা কুদিনির বিতরণের জন্য দেশব্যাপী প্রচারাভিযানের সূচনা করেছে । মূলত বাড়ির ভিতরে নজরদারিতে থাকা কোভিড ১৯ রোগীদের ক্ষেত্রে এই আয়ুষ ওষুধ বিশেষ উপকারে আসবে ।

SC/SS/RAB



(Release ID: 1716876) Visitor Counter : 2507


Read this release in: English