মহাকাশদপ্তর

দেশে কোভিড পরিকাঠামো সম্প্রসারণে মহাকাশ দপ্তরের একাধিক উদ্যোগের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং তামিলনাড়ু ও কেরালাকে নিরন্তর তরল অক্সিজেন সরবরাহ করা হচ্ছে

Posted On: 06 MAY 2021 11:09AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ মে, ২০২১

কেন্দ্রীয় মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ বলেছেন, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও চণ্ডীগড়ে তরল অক্সিজেন সরবরাহে উদ্যোগী হয়েছে মহাকাশ দপ্তর, যাতে কোভিড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা করা যায়। অনলাইন পর্যালোচনা বৈঠকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান ডঃ কে সিবান জানিয়েছেন, তামিলনাড়ু ও কেরালাকে দৈনিক ৯.৫ টন করে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও চণ্ডীগড়ে অক্সিজেন উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, ৮৭ টন তরল অক্সিজেন উৎপাদন করা হয়েছে এবং এই অক্সিজেন ইসরোর প্রোপালসন কমপ্লেক্স থেকে সরবরাহ করা হয়েছে। এমনকি তামিলনাড়ু ও কেরালাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দিবা-রাত্রী কাজ অব্যাহত রাখার জন্য আইপিআরসি দেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশে তরল অক্সিজেনের যোগান বাড়াতে ১২ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মহাকাশ দপ্তর অন্ধ্রপ্রদেশ ও কেরালায় স্থানীয় মানুষের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছে। এছাড়াও আধুনিক চিকিৎসা সরঞ্জাম যেমন- ভেন্টিলেটর, ভিএইউ প্রভৃতির উৎপাদন বাড়াতে শিল্প সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এই পর্যালোচনা বৈঠকে ডঃ জিতেন্দ্র সিং-কে জানানো হয়েছে যে, আমেদাবাদে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সাফল্যের সঙ্গে ১ লক্ষ ৬৫ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন দুটি তরল নাইট্রোজেন ট্যাঙ্ককে তরল অক্সিজেন ট্যাঙ্কে রূপান্তরিত করেছে। আমেদাবাদ ও নিকটবর্তী হাসপাতালগুলিতে তরল অক্সিজেন সরবরাহ এবং অক্সিজেন মজুত করে রাখার জন্যই এই উদ্যোগ। আমেদাবাদের বিভিন্ন হাসপাতালে ফেস শিল্ড এবং পিপিই কিট সরবরাহ করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, দুঃস্থ রোগীদের স্বার্থে চিকিৎসা কেন্দ্রগুলির জন্য অক্সিজেন কনসেনটেটর কেনা হচ্ছে। এছাড়াও নতুন অক্সিজেন কনসেনটেটর তৈরির প্রক্রিয়া চলছে।
মহাকাশ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ডঃ জিতেন্দ্র সিং-কে জানিয়েছেন যে, চলতি বছরের ডিসেম্বর নাগাদ মনুষ্যবিহীন গগণযান মিশন সহ পূর্ব নির্ধারিত ১০টি উপগ্রহ উৎক্ষেপণের কাজকর্ম অব্যাহত রয়েছে। এই প্রেক্ষিতে মন্ত্রী সন্তোষপ্রকাশ করে বলেছেন, মহামারীর বিরূপ প্রভাব সত্বেও উৎক্ষেপণ মূলক কাজকর্ম অব্যাহত থেকেছে।
ইতিমধ্যেই মহাকাশ দপ্তরের পক্ষ থেকে ব্যাঙ্গালুরু, শিলং এবং শ্রীহরিকোটায় যে কোভিড কেয়ার সেন্টারগুলি গড়ে তোলা হয়েছে, এরকম আরও সেন্টার গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন ডঃ সিং। কোভিড আতঙ্ক নিরসনে মহাকাশ দপ্তরের বিভিন্ন প্রয়াসে সন্তোষপ্রকাশ করে মন্ত্রী বায়োবাবল বা জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা এবং দপ্তরের প্রায় ৩০ শতাংশ কর্মীর টিকাকরণের উদ্যোগের প্রশংসা করেন।

SDG/BD/AS



(Release ID: 1716693) Visitor Counter : 188


Read this release in: English