বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
আগামী দিনে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিশিষ্টজনদের বক্তব্য
Posted On:
24 APR 2021 5:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ এপ্রিল, ২০২১
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা উল্লেখ করেছেন যে, ভবিষ্যতে আরও বেশি করে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এ বিষয়ে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সফলতাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর ৩৫-তম প্রতিষ্ঠা দিবসে তিনি একথা জানান।
প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে অনলাইন ভাষণে অধ্যাপক শর্মা বলেন, ধারাবাহিক উন্নয়ন, জল বায়ু, শক্তি প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির সন্ধান করতে হবে। ২০২১-এর ২০ এপ্রিল এই সংস্থার প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি ভারতের আজাদি কা অমৃত মহোৎসবের সূচনাকে চিহ্নিত করে।
তিনি আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে মহিলা বিজ্ঞানীদের আরও বেশি করে অংশগ্রহণের কথা উল্লেখ করেন।
বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা প্রযুক্তিগত উন্নয়নের ফলে "আত্মনির্ভর ভারত"গঠন করা কিভাবে সম্ভব হচ্ছে তা উল্লেখ করেন।
পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান শ্রী কে এন ব্যাস কমিশনের বিভিন্ন কাজকর্মের অগ্রগতি সম্পর্কে উল্লেখ করেন। তিনি বলেন ভারতীয় বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের যে কোনো করে কিছু তোলার মতো ক্ষমতা রয়েছে।
১৯৮৭ সালের ২০ এপ্রিল কারিগরি এবং প্রযুক্তির উন্নয়নের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং গঠিত হয়। এটি একটি স্ব-শাসিত সংস্থা। তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ আর্থিকভাবে সহায়তা করে।
CG/SB...
(Release ID: 1713784)
Visitor Counter : 174