ভূ-বিজ্ঞানমন্ত্রক

জম্মু-কাশ্মীর, গিলগিট-বাল্টিস্তান, মুজফ্ফরাবাদ এবং হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা

Posted On: 20 APR 2021 2:20PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২০ এপ্রিল, ২০২১

 

ভারতের আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বাল্টিস্তান ও মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। একই সঙ্গে হিমালয় সংলগ্ন  পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অন্ধ্র উপকূল, ত্রিপুরা, তেলেঙ্গানা, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরালায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বাল্টিস্তান ও মুজফ্ফরাবাদে ভারী বৃষ্টি হতে পারে। রাজস্থানের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ এবং ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে। 

আগামীকাল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ,গিলগিট-বাল্টিস্তান ও মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কেরালায় ৩০ থেকে ৪০ কিরোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, গিলগিট-বাল্টিস্তান, মুজফ্ফরাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিলও এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে। ২৩ ও ২৪ এপ্রিল গঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, কেরালা, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

 

CG/SS/SKD/



(Release ID: 1712923) Visitor Counter : 90


Read this release in: English , Hindi , Punjabi