কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টিকা দানের উপযোগীদের উৎসাহিত করতে "টিকা উৎসব" উদযাপনের আহ্বান জানিয়েছেন

Posted On: 11 APR 2021 6:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ এপ্রিল ২০২১

 

কেন্দ্রীয় কর্মী, জন- অভিযোগ এবং পেনশন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং টিকাদানের উপযোগীদের উৎসাহিত করতে "টিকা উৎসব" উদযাপনের আহ্বান জানিয়েছেন।

টিকা উৎসব উপলক্ষে আজ ভার্চুয়াল বৈঠকে ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারতের নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া। সরকার যখন যেভাবে টিকা নেওয়ার ক্ষেত্রে বয়সের কথা উল্লেখ করছেন, সেই অনুযায়ী নাগরিকদের উচিত সমাজের স্বার্থে টিকা নেওয়া। যাতে দেশ করোনামুক্ত হতে পারে।

এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর চারদফা মন্ত্রের কথা উল্লেখ করেন।

তিনি বলেন আগামী চার দিন ধরে ব্যক্তিগত স্তর, সামাজিক স্তর এবং প্রশাসনিক স্তর সহ একাধিক স্তরে এই টিকা উৎসব উদযাপন করা হবে। এর পাশাপাশি এটাও প্রচার করতে হবে যে টিকা নেওয়ার পর কোভিড সংক্রান্ত বিধি যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, টিকা নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু এরপরেও যে করোনা হবে না সেটা জোর ভাবে বলা যাবে না। তবে, করোনা যাতে না হয় সেজন্য যথাযথ বিধি পালন করতে হবে। 

 

CG/SB


(Release ID: 1711068) Visitor Counter : 182