মানবসম্পদবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নারী ক্ষমতায়ণের ওপর এআইসিটিই লীলাবতী পুরস্কার দিয়েছেন

Posted On: 11 APR 2021 7:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ আজ নতুন দিল্লিতে নারীর ক্ষমতায়নের ওপর ২০২০ সালের এআইসিটিই লীলাবতী পুরস্কার দিয়েছেন। শ্রী পোখরিয়াল অংশগ্রহণকারী ৪৫৬টি দলের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের সংস্কৃতির অঙ্গ হল ‘নারী তু নারায়ণী’ ভাবনা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনার সঙ্গে সাজুয্য রেখে বালিকা ও মহিলাদের সার্বিক বিকাশের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা ইত্যাদি প্রকল্পের সূচনা করা হয়েছে। পিছিয়ে পড়া আর্থসামাজিক শ্রেণীর মেয়েদের জন্য উড়ান প্রকল্প চালু করা হয়েছে, যাতে তারা উচ্চশিক্ষার সুযোগ পান। ছাত্রীদের কারিগরি শিক্ষার সুবিধার জন্য প্রগতি যোজনা শুরু করা হয়েছে। নতুন শিক্ষানীতি অনুযায়ী লিঙ্গ সমতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 


শ্রী পোখরিয়াল লীলাবতী পুরস্কার ব্যবস্থা করার জন্য এআইসিটিই-কে ধন্যবাদ জানিয়েছেন। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক অনিল সহস্রবুদ্ধে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। নারী ক্ষমতায়নের এই পুরস্কারে যে ৪৫৬টি দল অংশ নিয়েছিল, তারা ৬টি  বিভিন্ন বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই বিষয়গুলি হল : মহিলাদের স্বাস্থ্য, আত্মরক্ষা, স্বাস্থ্যবিধি, সাক্ষরতা, নারীর শিল্পোদ্যোগ এবং আইনি সচেতনতা। সমস্ত দলগুলি দুটি কমিটির কাছে প্রতিটি বিষয়ে উপস্থাপনা করেছে। তামিলনাড়ুর সোনা কলেজ অফ টেকনলজির স্যুইট গোষ্ঠী মহিলাদের শিল্পোদ্যোগ বিভাগে শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছে। ডিজিটাল লিটারেসি বিভাগে ভারতীয় বিদ্যাপীঠ, সাক্ষরতা বিভাগে পুণের ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট মহিলাদের স্বাস্থ্যের ওপর ওয়াল চাঁদ ইন্সটিটিউট অফ টেকনলজি এবং আইনি সচেতনতা বিভাগে থিয়াগারাজার পলিটেকনিক কলেজ বিজয়ী হয়েছে।  


CG/CB/AS/



(Release ID: 1711067) Visitor Counter : 160


Read this release in: English , Urdu , Hindi , Punjabi