বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

কোভিড ১৯ টিকাকরণ কর্মসূচীর বিষয়ে ভুল ধারনা দূর করতে আইএনওয়াইএএস-এর দেশব্যাপী নিবিড় প্রচার

Posted On: 08 APR 2021 6:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২১

 

বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা ৬-ই এপ্রিল কোভিড ১৯ টিকাকরণের বিষয়ে ভুল ধারনা দূর করতে দেশব্যাপী একটি প্রচার কর্মসূচীর সূচনা করেছেন । টিকাকরণ কর্মসূচীকে সফল করে তুলতে ইংরেজি ও হিন্দি সহ ১১টি ভাষায় প্রচার করা হবে । 
কোভিড ১৯ টিকাকরণের বিষয়ে সচেতনতা কর্মসূচীটি ইন্ডিয়ান ন্যাশনাল ইয়ং অ্যাকাডেমি অফ সায়েন্সেস (আইএনওয়াইএএস)আয়োজন করেছে । অ্যান্ড্রয়ে়ড ভিত্তিক মোবাইল অ্যাপ কোভ্যাক নিউজ-এর মাধ্যমে টিকার বিষয়ে সব জানা যাবে । আইএনওয়াইএএস এই অ্যাপটির উদ্ভাবন করেছে । দেশজুড়ে একটি ভিডিও ও অডিও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এর মূল উদ্দেশ্য হল কতটা সফলভাবে মানুষের কাছে পৌঁছানো যায় । টিকার বিষয়ে সচেতনতা কর্মসূচীর অঙ্গ হিসেবে ‘জ্ঞানটিকা’ ওয়েবিনারের আয়োজন করা হয়েছে, যেখানে বিশিষ্ট বক্তারা কোভিড ১৯-এর টিকাকরণের বিষয়ে মূল্যবান মতামত জানিয়েছেন ।   
এই প্রতিযোগিতায় তিনটি বিভাগ রয়েছে – স্কুল, কলেজ, পেশাদার । বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সচিব কর্মসূচীর সূচনা করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিজ্ঞান ভিত্তিক প্রচারের গুরুত্ব যথেষ্ট, সারা বিশ্ব এখন কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই করছে । তিনি বলেছেন, অতীতের মহামারিগুলিতে দেখা গেছে, এই ধরণের ক্ষেত্রে দ্বিতীয় ঢেউ আসাটা স্বাভাবিক । আর আমরা আমাদের উদ্যোগকে যে কোনো অবস্থায় ফেলে দিতে পারি না । এহেন পরিস্থিতিতে জনসাধারণের সঙ্গে যোগাযোগ রেখে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমাদের দায়িত্ব হল মানুষকে টিকার  সহজভাবে বোঝান এবং মনস্তাত্ত্বিক বিষয়ে তাদের কাছে আবেদন রাখা । তৃণমূল স্তরে, গ্রামাঞ্চলে মানুষের কাছে পৌঁছোতে গেলে যথাযথ উপায়ে এই কাজটি করতে হবে । 
বিজ্ঞানীদের উদ্যোগের প্রশংসা করে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির অধ্যাপক চন্দ্রিমা সাহা বলেছেন, সঙ্কটের এই সময়ে বিজ্ঞানীরা প্রশংসনীয় কাজ করেছেন । বিশ্বজুড়ে টিকাকরণ কর্মসূচীতে ভারত নেতৃত্ব দিচ্ছে । সফলভাবে টিকাকরণের জন্য সমাজের অংশগ্রহণ অত্যন্ত জরুরি । টিকা রোগ প্রতিরোধ ক্ষমতাকে তৈরি করে । যার ফলে শরীর এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয় । তবে এর জন্য প্রচুর মানুষের টিকাকরণের প্রয়োজন । 
আইএনওয়াইএএস-এর চন্দ্র এস শর্মা বলেছেন, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সঙ্গে মানুষকে সচেতন করে তোলার জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে । 
এই ওয়েবিনারে বক্তারা বলেছেন, বিপুল জনসংখ্যার এই দেশে স্বল্প সময়ের মধ্যে টিকাকরণ অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় । আর তাই এ কাজে সরকার ও জনসাধারণের মধ্যে সহযোগিতা গড়ে তোলা সবথেকে গুরুত্বপূর্ণ । 

 

CG/CB/RAB



(Release ID: 1710551) Visitor Counter : 237


Read this release in: English , Urdu , Hindi