স্বরাষ্ট্র মন্ত্রক

ছত্তিশগড়ে তেসরা এপ্রিল নকশাল হামলার ঘটনাস্থল থেকে মাত্র কিছু দূরে বিজাপুর জেলায় অবস্থিত বাসাগুদা সিআরপিএফ শিবির পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ

Posted On: 05 APR 2021 9:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ এপ্রিল, ২০২১

 

ছত্তিশগড়ে তেসরা এপ্রিল নকশাল হামলার ঘটনাস্থল থেকে মাত্র কিছু দূরে বিজাপুর জেলায় অবস্থিত বাসাগুদা সিআরপিএফ শিবির পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ। নকশাল মোকাবিলায় যুক্ত জওয়ানদের সঙ্গে তিনি এ দিন আলাপচারিতায় মিলিত হন এবং তাঁদের সঙ্গে খাবারও খান। 
নকশালবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা কর্মীদের সাহসিকতা ও বীরত্বের প্রতি অভিবাদন জানিয়ে শ্রী শাহ বলেন, “আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, এই লড়াই খুব শীঘ্রই শেষ হবে”।
শ্রী অমিত শাহ বলেন, জওয়ানদের আত্মত্যাগ কখনই বৃথা যাবে না। শহীদ জওয়ানদের পরিবারের পাশে সমগ্র দেশ দাঁড়িয়ে রয়েছে বলেও তিনি জানান। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, গত ৪-৫ বছর আগে পর্যন্ত যে দুর্গম অভ্যন্তরীণ অঞ্চলে পৌঁছনো যেতো না, সেখানে জওয়ানরা এখন পৌঁছে সাহসিকতার সঙ্গে লড়াই করছেন। শ্রী শাহ আরও বলেন, নকশাল তৎপরতার কারণে এই অঞ্চলের কোনও উন্নয়ন হয়নি। সরকারের এখন লক্ষ্য হ’ল এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের উন্নতির জন্য এ ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালানো, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা। 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, নকশালরা যাতে অস্ত্র পরিত্যাগ করে, তার জন্য সরকার সর্বত্র প্রয়াস চালিয়ে যাচ্ছে। এদিন আবারও তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানান তিনি। শ্রী শাহ বলেন, নিরাপত্তা কর্মীদের উদ্যোগ ও বীরত্বের কারণে এবং প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার মনোভাবের জন্যই দেশে এখন নকশাল সমস্যা অনেকাংশেই হ্রাস পেয়েছে। অনেক অঞ্চল এই সমস্যা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এই অঞ্চল এখনও পর্যন্ত নকশাল সমস্যার মূল উৎসস্থল হিসাবে রয়ে গেছে। তিনি বলেন, তাই এই অঞ্চলে জওয়ানদের মোতায়েন করার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চূড়ান্ত পর্যায় পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও সাহস না হারিয়ে বীরত্বের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। বিজয় অর্জন পর্যন্ত এই লড়াই চলবে। এই উদ্যমের সঙ্গে নকশালবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
শ্রী অমিত শাহ আরও বলেন যে, “আমি আজ প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে এখানে এসেছি। এই লড়াইয়ে আমাদের জেতা ছাড়া কোনও বিকল্প রাস্তা নেই”। তিনি বলেন, এটি আমাদের কোনও ব্যক্তিগত লড়াই নয়। এটি শান্তি পুন:স্থাপন, উন্নতি ও দেশকে সমৃদ্ধ করার লড়াই। শ্রী শাহ সাহসী নিরাপত্তা কর্মীদের উদ্দেশে জানান, কেন্দ্রীয় সরকার জওয়ানদের সমস্যাগুলি যথার্থভাবে অনুধাবন করেছে এবং এই যুদ্ধে তাঁদের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে। সরকার জওয়ানদের সমস্ত চাহিদা পূরণের জন্য প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ভুলত্রুটি শুধরে নেওয়া প্রয়োজন। শ্রী শাহ এদিন রায়পুর হাসপাতালে আহত জওয়ানদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন।

CG/SS/SB


(Release ID: 1709931) Visitor Counter : 189


Read this release in: English , Urdu