অর্থমন্ত্রক

জিএসটি ক্ষতিপূরণ বাবদ কেন্দ্র রাজ্যগুলিকে ৩০ হাজার কোটি টাকা এবং আইজিএসটি খাতে বকেয়া বাবদ ২৮ হাজার কোটি টাকা দিয়েছে

Posted On: 30 MAR 2021 8:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মার্চ ২০২১

কেন্দ্রীয় সরকার ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যগুলিকে ২৭ মার্চ জিএসটি ক্ষতিপূরণ বাবদ আরও ৩০ হাজার টাকা দিয়েছে। এর ফলে, ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যগুলিকে প্রদেয় মোট ক্ষতিপূরণের পরিমাণ ৭০ হাজার কোটি টাকা। জিএসটি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ অর্থবর্ষে জিএসটি ক্ষতিপূরণ বাবদ ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে ১ লক্ষ ১০ হাজার ২০৮ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও, কেন্দ্র আজ আইজিএসটি খাতে বকেয়া বাবদ ২৮ হাজার কোটি টাকা রাজ্যগুলিকে দিয়েছে। জিএসটি ক্ষতিপূরণ বাবদ প্রদেয় অর্থ, রাজ্যগুলিকে ঋণ সহায়তা এবং আইজিএসটি বাবদ প্রাপ্য অর্থ মেটানোর পর এখনও প্রায় ৬৩ হাজার কোটি টাকা রাজ্যগুলিকে মেটাতে হবে। ২০২০-২১ অর্থবর্ষে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি বাবদ ক্ষতিপূরণ মেটানো বকেয়া রয়েছে। 


২০২০-২১ অর্থবর্ষে জিএসটি ক্ষতিপূরণ/আইজিএসটি বাবদ পশ্চিমবঙ্গকে ১৩০৯.১৭৮৫ কোটি টাকা/৭০৩ কোটি টাকা (২৭ মার্চ/৩০ মার্চ পর্যন্ত) মেটানো হয়েছে। 

***

 

 

CG/BD/SB



(Release ID: 1708747) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Marathi