বস্ত্রমন্ত্রক
পাট ক্ষেত্রের উন্নয়ন
Posted On:
25 MAR 2021 2:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫,মার্চ, ২০২১
প্যাকেটজাত ক্ষেত্রে ব্যবহৃত পাট উপকরণ (প্যাকেটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার) আইন ১৯৮৭-এর আওতায় সরকার পণ্যগুলি পাটের উপকরণ দিয়ে বাধ্যাতমূলকভাবে প্যাকেটজাত করার বিষয় সুনির্দিষ্ট করে দিয়েছে । বর্তমানে ২০২০-২১ অর্থবর্ষে ১০০ শতাংশ খাদ্যশস্য এবং ২০ শতাংশ চিনি বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগে প্যাকেজিং করা হয়েছে । এই প্রক্রিয়ার আওতায় মোট উৎপাদিত পাটজাত পণ্যের মধ্যে ৭০.১৬ শতাংশ পাটের ব্যাগ কেনা হয়েছে । এর ফলে বছরভর চটকলগুলিতে কাজ অব্যাহত থেকেছে এবং পাট শিল্পের বিকাশ সাধন হয়েছে ।
এই কর্মকাণ্ডের জেরে প্রায় ১.৭ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে পাটকলগুলিতে । পাশাপাশি পাট অনুসারি শিল্পে প্রায় ২ লক্ষ লোকের কাজ হয়েছে । পাটকলগুলিতে সারা বছর ধরে পাটের ব্যাগ উৎপাদন হওয়ায় শ্রমিকদের জীবিকা নির্বাহের পথ সুনিশ্চিত হয়েছে । পাট ক্ষেত্রের উন্নয়নে সরকার জাতীয় পাট পর্ষদ-এর মাধ্যমে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে । গুণমান সম্পন্ন পাট উৎপাদনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এমনকি পাট উৎপাদন কেন্দ্রে কর্মরত শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । এর জন্য পাট সুসংহত উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছে । এর মাধ্যমে শ্রমিকদের পাটের ওপর নকশা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্পোদ্যোগ কেন্দ্রগুলিতে কাঁচা পাটের সামগ্রী সরবরাহের জন্য 'জুটে র-মেটেরিয়াল ব্যাঙ্ক' প্রকল্প চালু করা হয়েছে । পাশাপাশি পাটকলে কর্মরত শ্রমিকের শিশু কন্যাদের জন্য বৃত্তিমূলক প্রকল্প নিয়ে আসা হয়েছে ।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী শ্রীমতি স্মৃতি ইরানি ।
***
CG/SS/NR
(Release ID: 1707611)
Visitor Counter : 183