কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
সংরক্ষিত শ্রেণীর শূন্য পদ
Posted On:
24 MAR 2021 4:46PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২১
কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর ১০টি মন্ত্রক/বিভাগের ৯০ শতাংশেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী পদে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য জমে থাকা সংরক্ষিত শূন্য পদ পূরণের অগ্রগতির বিষয় নিয়ে পর্যালোচনা করেছে। এই মন্ত্রক/বিভাগগুলি তাদের সংযুক্ত/আওতাধীন কার্যালয়, কেন্দ্রীয় সরকারের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, সরকারের আওতাধীন ব্যাঙ্ক ইত্যাদি থেকে এই তথ্য সংগ্রহ করেছে এবং তার পরে সংগৃহীত তথ্য কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছে। ২০২০ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত মন্ত্রক/দপ্তর ভিত্তিক এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী ভিত্তিক জমে থাকা সংরক্ষিত শূন্য পদের বিস্তারিত বিবরণী তুলে ধরা হয়েছে।
জমে থাকা সংরক্ষিত শূন্য পদ পূরণ করার প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে। কেন্দ্রীয় সরকারের সকল মন্ত্রক/বিভাগগুলি জমে থাকা সংরক্ষিত শূন্য পদ সনাক্তকরণের জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে। এই কমিটি জমে থাকা সংরক্ষিত শূন্য পদের, মূল কারণ বিশ্লেষণ করবে এবং এই শূন্য পদ পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সংরক্ষণের বিষয়ে আদেশ ও নির্দেশাবলী যাতে যথাযথভাবে পালন করা যায় তার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতিটি মন্ত্রক/বিভাগের উপ সচিব পদমর্যাদা এবং তার ওপরের সমন্বয়কারী আধিকারিক পদের একজন কর্মকর্তাকে মনোনীত করতে হবে। এছাড়াও প্রতিটি মন্ত্রক/বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়কারী আধিকারিকের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের আওতায় একটি বিশেষ গোষ্ঠী গড়ে তুলতে হবে।
লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, গণ অভিযোগ এবং পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং।
***
CG/SS/SKD
(Release ID: 1707393)
Visitor Counter : 139