যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে খেলো ইন্ডিয়া কর্মসূচিকে ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত বাড়ানোর।মন্ত্রক একটি ব্যয় অর্থ কমিটি প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রককে খেলো ইন্ডিয়া কর্মসূচিকে ২০২১-২২ থেকে২০২৫-২৬ পর্যন্ত বাড়ানোর জন্য

Posted On: 22 MAR 2021 4:57PM by PIB Kolkata
নয়া দিল্লী, ২২ মার্চ, ২০২১
 
অর্থ মন্ত্রককে দেওয়া প্রস্তাবে এর জন্য ব্যয় ধরা হয়েছে ৮৭৫০ কোটি টাকা। খেলো ইন্ডিয়া কর্মসূচির অধীনে ২০২১-২২ বর্ষের জন্য বাজেট প্রস্তাবে ৬৫৭.৭১কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
 
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য জানান যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু।
 
***
 
 
 
CG/AP.

(Release ID: 1707112) Visitor Counter : 120


Read this release in: English , Urdu