ভূ-বিজ্ঞানমন্ত্রক

উপকূলীয় রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় সর্তকতা কেন্দ্র

Posted On: 23 MAR 2021 4:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২১
 
দেশের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে সাতটি ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র রয়েছে যেগুলি ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কতার পাশাপাশি সমুদ্রের আবহাওয়ার পরিস্থিতি জানাতে সক্ষম।
 
তিনটি আঞ্চলিক ঘূর্ণিঝড় সতর্কতা কেদ্র রয়েছে চেন্নাই, মুম্বাই এবং কলকাতায়। চারটি ঘূর্ণিঝড় সংক্রান্ত সর্তকতা কেন্দ্র রয়েছে যথাক্রমে, তিরুবানন্তপুরম,  বিশাখাপত্তনাম, আমেদাবাদ এবং ভুবনেশ্বরে।
 
এই ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র গুলির মাধ্যমে উপকূলবর্তী ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পরিষেবা পায়।
 
কলকাতা স্থিত আঞ্চলিক ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্রের মাধ্যমে পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পরিষেবা গ্রহণ করে।
 
চেন্নাইয়ের আঞ্চলিক ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্রের মাধ্যমে তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপ পরিষেবা পায়।
 
এছাড়া মুম্বাই আঞ্চলিক ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্রের মাধ্যমে মহারাষ্ট্র এবং গোয়ায় পরিষেবা দেওয়া হয়।
 
বাকি চারটি ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্রের মাধ্যমে অন্যান্য উপকূলবর্তী রাজ্যগুলিতে পরিষেবা দেওয়া হয়।
 
আজ রাজ্যসভায় কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন এই তথ্য জানিয়েছেন।
 
***
 
 
 
CG/ SB


(Release ID: 1707072) Visitor Counter : 98


Read this release in: English , Urdu