আয়ুষ
অভিন্ন যোগ আচরণবিধির উপর প্রশিক্ষণ
प्रविष्टि तिथि:
19 MAR 2021 5:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ই মার্চ, ২০২১
আয়ুষ মন্ত্রক, যোগ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচী পয়লা ফেব্রুয়ারী থেকে শুরু করেছে। মন্ত্রকের স্বায়ত্ত্বশাসিত সংস্থা নতুন দিল্লির মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগ (এমডিএনআইওয়াই) অভিন্ন যোগ আচরণবিধির উপর এই কর্মসূচী শুরু করেছে।
অভিন্ন যোগ আচরণবিধি সংক্রান্ত এই কর্মসূচীতে তিনটি পর্যায় রাখা হয়েছে। এগুলি হল, উপলদ্ধি, পরিচিতি এবং স্বেচ্ছাসেবক কর্মসূচী। এর মাধ্যমে যোগের বিষয়ে শিক্ষালাভ করে একে জীবনের অঙ্গ হিসেবে গড়ে তুলতে সুবিধে হবে। জুন পর্যন্ত প্রতি মাসে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এই কর্মসূচীর মূল লক্ষ্যগুলি হল :
১) যোগের উপকারিতা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করা।
২) সাধারণ মানুষকে সুঅভ্যাসের নীতি – পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া।
৩) যোগের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টি সম্পর্কে ধারণা দেওয়া।
৪) সার্বিকভাবে সুস্বাস্থ্যের জন্য রোগ – প্রতিরোধ ব্য়বস্থাপনায় যোগের উপযোগিতা।
দ্য সেন্টার কাউন্সিল ফর রিসার্চ ইন যোগ অ্যান্ড নেচ্যারোপ্যাথি (সিসিআরওয়াইএন) যোগ এবং নেচ্যারোপ্যাথি সম্পর্কে বিভিন্ন ধরণের গবেষণা করে। আয়ুষ মন্ত্রক, যোগের বিষয়ে ধারণা দিতে নতুন দিল্লির দ্য সেন্টার কাউন্সিল ফর রিসার্চ ইন যোগ অ্যান্ড নেচ্যারোপ্যাথি, মোরার জি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগ এবং পুণের ন্যাচারাল ইনস্টিটিউট অফ নেচ্যারোপ্যাথিতে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। এছাড়াও আয়ুষ মন্ত্রক, যোগ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচী অনলাইনের মাধ্যমে আয়োজন করে। ২০২০ সালের আন্তর্জাতিক যোগ দিবসে যোগ গুরু এবং বিশেষজ্ঞরা বিভিন্ন ধরণের প্রচার চালিয়েছিলেন। মন্ত্রক, জীবন যোগ ভিডিও অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই কর্মসূচীতে ১৩০টি দেশের অংশগ্রহণকারীরা যোগ দেন।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আয়ুর্বেদ, যোগ, নেচ্যারোপ্যাথি, ইউনানী, সিদ্ধা এবং হোমিওপ্যাথি দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী কিরেণ রিজিজু।
***
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1706188)
आगंतुक पटल : 166