পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত নীতি

Posted On: 17 MAR 2021 1:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২১
 
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-র ব্যবহার ও বন্টন বাড়াতে সরকার এ ধরনের গ্যাস আমদানির বিষয়টিকে ‘ওপেন জেনারেল লাইসেন্সিং’ বা উদার লাইসেন্স প্রদান নীতির আওতায় নিয়ে এসেছে। এমনকি, এলএনজি টার্মিনালগুলিতে এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে সরকার ১০০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়েছে। সরকার শহর-কেন্দ্রিক গ্যাস বন্টন ব্যবস্থা, গ্যাস গ্রিড নেটওয়ার্ক এবং এলএনজি-চালিত যানবাহনের ক্ষেত্রে এ ধরনের গ্যাসের ব্যবহার বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে। ‘ওপেন জেনারেল লাইসেন্সিং’ নীতির আওতায় এলএনজি আমদানির বিষয়টি নির্ভর করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে চাহিদা ও যোগানের ওপর। 
 
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান।
 
***
 
 
 
CG/BD/DM


(Release ID: 1705522) Visitor Counter : 93


Read this release in: English , Urdu , Telugu